প্রেমিকাকে খুশি করতে আটটি মোটরসাইকেল চুরি
প্রেয়সীর মন পাওয়া কঠিন বটে, তবে পাওয়ার পর তাকে সন্তুষ্ট রাখা বোধহয় আরও কঠিন!
এমনই এক অভিজ্ঞতার মুখে পড়েছেন ভারতের ভুপালের এক প্রেমিক। মোটরসাইকেল না থাকায় প্রেমিকা তাকে তিরস্কার করতেন। সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই আট-আটটি মোটরসাইকেল চুরি করেছেন এই যুবক।
তবে শেষ রক্ষা হয়নি। গত শনিবার ভুপাল পুলিশ ললিত নামের ওই প্রেমিককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর পুলিশের কাছে তিনি চুরির কারণ হিসেবে প্রেমিকার বিদ্রূপকে উল্লেখ করেন।
পুলিশি সূত্র জানায়, ললিত নয়াদিল্লি এলাকায় অভিজাত পার্টিগুলোতে তার প্রেমিকাসহ যোগ দিতেন। এসবের মাধ্যমে তাকে খুশি করাটাই ছিল মূল উদ্দেশ্য। কিন্তু এতেও সন্তুষ্ট ছিলেন না তার প্রেমিকা।
গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রেমিকা ললিতকে মোটর সাইকেল না থাকায় তিরস্কার করেন। মেয়েটি হয়তো মজা করেই এসব করেছেন, কিন্তু ললিত তাতে খুবই অপমানিতবোধ করেন।
এরপর প্রেমিকার চোখে নিজেকে যোগ্য প্রমাণ করার উদ্দেশে একাধিক মোটরসাইকেল চুরি করার সিদ্ধান্ত নেন তিনি। খবর অডিটি সেন্ট্রালের।
এই কাজে ললিতের সহযোগী তার বন্ধু শহীদ। এরা দুজন মিলে দামি দামি বাইক চুরি করার কৌশল তৈরি করেন। শুরুতে সবকিছু ঠিকঠাক চলছিল। দুই বন্ধু মিলে বেশ কিছু দামি মোটরসাইকেল চুরি করতেও সক্ষম হন।
তবে এরপরেই ক্রমাগত দামি বাইকচুরির ঘটনায় দিল্লি পুলিশের টনক নড়ে। গোয়েন্দাদের সন্দেহের তালিকায় ওঠে ললিত আর শাহীদের নাম। বিষয়টি তারা ভুপাল পুলিশের গোয়েন্দাদের জানায়।
এই অবস্থায় গত ৬ মার্চ গোপনসূত্রে খবর পেয়ে দুইবন্ধুকে ধরতে দোয়ার্কা এলাকায় ফাঁদ পাতে ভুপাল পুলিশ। ওই সময় লাইসেন্স প্লেট ছাড়াই দামি মোটরসাইকেলে চড়ে দুই সন্দেহভাজনকে যেতে দেখে পুলিশ তাদের পথরোধ করে।
পরীক্ষার পর দেখা যায় গত ২১ ফেব্রুয়ারি বিন্দাপুর থানায় বাইকটি চুরির মামলা করা হয়েছিল। অভিযুক্তরা পুলিশি জেরার মুখে স্বীকার করেন তারা ভারতীয় রাজধানী নয়াদিল্লির নানা অঞ্চল থেকে মোট আটটি বাইক চুরি করেছে।
পানি শোধনাগারের কর্মী ললিত এর আগে কখনোই আইনবিরুদ্ধ কোনো কাজ করেননি। তাই তার আকস্মিক আইনভঙ্গের ঘটনায় বিস্মিত হয় পুলিশ। তিনি এসব চুরি প্রেমিকাকে খুশি করার উদ্দেশেই করেছেন বলে পুলিশকে জানান।
আসামীদেরসহ তাদের চুরি করা মোটরসাইকেল নিয়ে টুইটারে এক পোস্ট দিয়েছে ভুপাল পুলিশ। সেখানে তারা ভুপালের সব অন্ধপ্রেমিকদের আগামী দিনে অপরাধ থেকে বিরত থাকার আহ্বান জানায়।