বিশ্বের সবচেয়ে বড় পেইন্টিং বিক্রি হলো ৫২৫ কোটি টাকায়!
সাত মাস, ১ হাজার ৬৫টি পেইন্ট ব্রাশ, ৬ হাজার ৩০০ লিটার রঙ এবং ৬২ মিলিয়ন ডলার (প্রায় ৫২৪ কোটি ৮৫ লাখ ৫২ হাজার টাকা)- 'দ্য জার্নি অব হিউম্যানিটি' শিরোনামের ছবি এঁকে দুনিয়ার সবচেয়ে বেশি দামি ছবিগুলোর একটির শিল্পী হিসেবে নিজের নাম উজ্জ্বল করেছেন সাচা জাফ্রি।
করোনাকালে, গত বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্রিটিশ এই কনটেম্পরারি আর্টিস্ট দুবাইয়ের অ্যাটলান্টিস হোটেলের বলরুম ব্যবহার করে এঁকেছেন ছবিটি।
দুটি ফুটবল মাঠের চেয়েও বড়, ১৮০০ স্কয়ার মিটারের এই ছবিকে পৃথিবীর সবচেয়ে বড় ক্যানভাসের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
ছবিটিকে ৭০ টুকরো করে, নিলামে প্রতিটি টুকরো আলাদা বিক্রির জন্য গত কয়েক সপ্তাহ ধরেই প্রদর্শনী চলে। আশা করা হয়েছিল, মোট ৩০ মিলিয়ন ডলার দাম উঠবে এটির।
অবশ্য, টুকরো টুকরো নয়, সোমবার ৬২ মিলিয়ন ডলারে পুরো ছবি একসঙ্গেই কিনে নিয়েছেন অ্যালটিয়াস গেসন ইন্টারন্যাশনাল হোল্ডিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আন্দ্রে আবডান।
- সূত্র: দ্য ন্যাশনাল
-
আরও পড়ুন: মানবতার জন্য পৃথিবীর সবচেয়ে বড় পেইন্টিং, আড়াই'শ কোটি টাকা দাম ওঠার প্রত্যাশা