মাত্র ২৮ ঘণ্টায় তৈরি হলো ১০ তলা ভবন!
চীনের চাংশা শহরে একটি ১০ তলা ভবন নির্মাণে সময় লেগেছে মাত্র ২৮ ঘন্টা ৪৫ মিনিট। ভবনটি নির্মাণ করেছে চীনা প্রতিষ্ঠান ব্রড গ্রুপ। গ্রুপের ইউটিউব চ্যানেলে গত ১৩ই জুন একটি পাঁচ মিনিট দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করে দেখানো হয়েছে, কীভাবে ভবনটির কাঠামো নির্মাণ করা হয়েছে।
কোন মানুষের পক্ষে কিংবা প্রযুক্তিগতভাবেও এত দ্রুত কোন ভবন নির্মাণ সম্ভব কী- স্বাভাবিকভাবেই সে প্রশ্ন জাগে মনে!
এর উত্তর হলো 'প্রি-ফ্যাব্রিকেটেড কনস্ট্রাকশন সিস্টেম'র ব্যবহার। বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট নিউ এটলাসের প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের নির্মাণের বিশেষত্ব হলো, ভবন বা স্থাপনার অংশগুলো আগেই কারখানায় পৃথকভাবে তৈরি করে ফেলা হয়।
চীনের এই ভবনের মডিউল অর্থাৎ বিভিন্ন অংশ প্রথমে ব্রড গ্রুপের কারখানায় তৈরি করে নেওয়া হয়। অংশগুলো দেখতে অনেকটা বড় বড় কন্টেইনার সদৃশ। এরপর এগুলোকে মালবাহী ট্রাকে পরিবহন করে নিয়ে এসে যেখানে ভবনটি স্থাপন করা হবে, সেখানে একটির ওপর আরেকটি অংশ কেবল জুড়ে দেয়া হয়।
ভিডিওতে দেখা যায়, ক্রেনের মাধ্যমে মডিউলগুলোকে একটির উপর আরেকটি স্তুপ করা হচ্ছে। এই কাজ সম্পন্নের পর শ্রমিকরা নাট-বল্টু ব্যবহার করে সেগুলোকে একত্রে জুড়ে দিচ্ছে; পাশাপাশি বিদ্যুৎ এবং পানির সংযোগও স্থাপন করা হয়। নিউ এটলাসের প্রতিবেদনে বলা হয়েছে, চাংশার এই ১০ তলা ভবন নির্মাণের জন্য কমপক্ষে তিনটি ক্রেনের প্রয়োজন ছিল তবে সাইটে (ভবন নির্মাণের স্থান) বিল্ডারদের সেভাবে চোখে পড়ে নি।
ব্রড গ্রুপ জানিয়েছে, ভবনটি ভূমিকম্প প্রতিরোধী এবং এর মডিউলগুলো পৃথক করে অন্য জায়গায় স্থানান্তরিতও করা যাবে।
- সূত্র-হিন্দুস্তান টাইমস