মানুষের সঙ্গে বিড়ালের 'নিখুঁত' মিল!
গত দশকে ইন্টারনেটে যদি আপনি খুব বেশি সময় কাটিয়ে থাকেন, নিশ্চয় কিছু বিশেষ বিড়ালের ছবি নজরে পড়েছে? নিজের লেজের পেছনেই ছুটছে বিড়াল!
কোনোটা আবার এক আসবাবপত্র থেকে আরেকটাকে লাফাতে গিয়ে ভুল করে বসেছে!
কিংবা প্রাণী-প্রতিকৃতির প্রখ্যাত ব্রিটিশ আলোকচিত্রী জেরার্ড গেথিংসের তোলা ছবিতে একটা বিড়াল দেখতে অবিকল অভিনেতা ডেভিড শুইমারের মতো!
'শুইমারের চেহারায় একটা ইন্টারেস্টিং আকার রয়েছে,' বলেন গেথিংস, 'আর বিড়ালটার চেহারাও ঠিক ও-রকমই। এ কারণেই ওর ছবি তুলেছি।'
মানুষের চেহারা, অভিব্যক্তি, আচরণ বা চুলের সঙ্গে মিল রয়েছে, এমনসব কুকুরের একগুচ্ছ ছবি ২০১৮ সালে তুলেছিলেন গেথিংস। আর সেটি হয়ে উঠেছিল বেস্টসেলিং মেমরি-কার্ড গেম!
'কোনো না কোনো কুকুরের সঙ্গে সবাই নিজেদের পরিচিত কারও না কারও মিল খুঁজে পাবে, এটাই ছিল প্রাথমিক আইডিয়া,' বলেন গেথিংস।
কিন্তু, 'বিড়ালের সঙ্গেও কারও মিল রয়েছে,' মানুষ এমনটা ভাববে বলে আমার মনে হয় না। কিছু মানুষের মধ্যে বিড়ালের 'রূপ' থাকলেও সেটি অবিকল নয় বলেই আমার ধারণা।" তাই বিড়ালের সঙ্গে মানুষের মিল খুঁজে বেড়ানোটা অপেক্ষাকৃত কঠিন বলে অভিমত তার।
এখানে যে মানুষদের সঙ্গে প্রাণীগুলোর ছবি তোলা হয়েছে, তারা ওগুলোর প্রকৃত 'মনিব' নন; বরং মিল খুঁজে নিয়ে মডেল ব্যবহার করা হয়েছে।
বিড়ালের প্রতিকৃতি প্রথম প্রকাশ পেয়েছে, এরপর এর সঙ্গে মিল থাকা মানুষের সন্ধান চালিয়েছেন গেথিংস।
কোনো কোনো ক্ষেত্রে কোনো তারকার কথা ভেবে নিয়েছেন তিনি। এই যেমন, সাদা গোঁফের একটা বিড়ালের বেলায় 'দ্য থিং' অভিনেতা উইলফোর্ড ব্রিমলির কথা মাথায় এসেছে তার।
ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে তিনি আহ্বান জানিয়েছিলেন, এডিনবার্গে থাকা কেউ তার সান্নিধ্যে যেতে পারলে জানিয়ে দেবেন, ওদের মিল রয়েছে!
বছরের পর বছর ধরে একজন পেশাদার অ্যানিমেল পোর্ট্রেটিস্ট হিসেবে কাজ করা গেথিংস ছাগল, গরু ও ভেড়াসহ বহু প্রাণীর প্রতিকৃতি ক্যামেরাবন্দি করেছেন।
- সূত্র: দ্য গার্ডিয়ান