মাড়িতে গজাল চুল
অস্বাভাবিক সমস্যা নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন ইতালির ২৫ বছর বয়সী এক নারী। তার দুই দাঁতের মাঝে মাড়ি থেকে একাধিকবার গজিয়েছে চুল।
সম্প্রতি এ সমস্যা নিয়ে ওই নারী হাজির হন দেশটির ক্যাম্পানিয়া লুইগি ভ্যানভিতেল্লি বিশ্ববিদ্যালয়ে চিকিৎসকদের সামনের।
দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়, ছয় বছর আগে মাড়ি থেকে চুল গজিয়েছিল ওই নারীর। সে সময় চিকিৎসকরা তার বাড়তি চুল অপসারণ করেছিলেন।
ওই নারীর নাম জানা যায়নি। তিনি জিঞ্জিভাল হিরসুটিজম নামের বিরল সমস্যায় আক্রান্ত বলে জানিয়েছেন গবেষকরা।
ওরাল সার্জারি, ওরাল মেডিসিন, ওরাল প্যাথোলজি, ওরাল রেডিওলজি নামের সাময়িকীর ফেব্রুয়ারি সংস্করণে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, বিরল এ রোগে অতীতে মাত্র পাঁচজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের বেশিরভাগেরই দন্তগহ্বরে একটি মাত্র চুল পাওয়া গেছে।
ইতালির ওই নারী অতীতে পলিসিস্টিক ওভারি সিনড্রম (পিসিওএস) নামের রোগে আক্রান্ত হয়েছিলেন। এ রোগের কারণে হরমোনে ভারসাম্যহীনতা ও বিপাকক্রিয়ায় সমস্যা দেখা দেয়।
চিকিৎসকরা ওই রোগের সঙ্গে অস্বাভাবিক চুল গজানোর সম্পর্ক খুঁজে পেয়েছেন।