সচেতনতা বাড়াতে পুলিশের ‘হস্তধৌত নৃত্য’
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সাবান বা জীবানুনাশক দিয়ে হাত পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়েছে। নাগরিকদের এ ব্যাপারে সচেতন করতে অভিনব এক উদ্যোগ নিয়েছে ভারতের কেরালার রাজ্য পুলিশ।
বারবার সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব বোঝাতে মজার এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে তারা। ভিডিওতে পুলিশদের নাচতে দেখা যায়। নাচের সঙ্গে সঙ্গে দেওয়া হচ্ছে জরুরি পরামর্শও। খবর এনডিটিভির।
মঙ্গলবার কেরালা রাজ্য পুলিশের মিডিয়া সেন্টার থেকে ভিডিওটি শেয়ার করা হয়। যেখানে সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার নিয়ম নাচের মাধ্যমে শেখাচ্ছেন পুলিশকর্মীরা। এই ভিডিওতে 'আইয়াপ্পাম কষিয়াম' চলচ্চিত্রের 'কলাকথা' গানের ছন্দে পা দুলিয়েছেন ৬ পুলিশকর্মী।
যারা করোনা আক্রান্ত, তাদের হাঁচি বা কাশির একটা ফোঁটাও অন্য ব্যক্তির শরীরে ভাইরাসটি ছড়িয়ে দিচ্ছে। এ কারণেই সবাইকে বারবার হাত ধোয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ নাগরিকদের সচেতন করতে কেরালা পুলিশের এ উদ্যোগ সব মহলে প্রশংসিত হয়েছে।