সাপের হাত থেকে বাঁচতে ১৮ লাখ ডলারের বাড়ি পুড়িয়ে দিলেন মালিক
নিজেকে রক্ষা করতে মানুষ একেবারে চরম সীমায় পৌঁছে যেতে পারে। কিন্তু কখনো কখনো তার এই প্রচেষ্টাই আরও বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে তেমনই ঘটনা ঘটেছে।
বাড়িতে থাকা সাপ তাড়ানোর জন্য ধোঁয়া তৈরি করতে কয়লা পোড়ান বাড়ির মালিক। কিন্তু তা থেকে অসাবধানতাবশত আগুন লেগে পুড়ে যায় তার ১০ হাজার বর্গফুটের সম্পত্তি।
বার্তা সং স্থা সিএনএনের খবরে উঠে এসেছে এটি। আগে থেকেই নাকি সাপের উৎপাত সইছিলেন এই মালিক ও তার ভাড়াটেরা।
সাপকে খুঁজে বের করতে তিনি প্রথমে কয়লা জ্বেলে ধোঁয়া তৈরি করেন। কিন্তু ভুলবশত কয়লাগুলোকে বাসার দাহ্য পদার্থের খুব কাছে রেখে ফেলেন; তারই পরিণামে বাড়িসুদ্ধ আগুনে জ্বলে ওঠে।
মন্টগোমারি কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের প্রধান মুখপাত্র পিট পিরিঞ্জার সামাজিক যোগাযোগ মাধ্যমে পুড়ে যাওয়া বাড়িটির বেশ কিছু ছবি শেয়ার করেছেন।
কতটা ভয়াবহভাবে আগুন সমগ্র বাড়িটিকে গ্রাস করে নিয়েছে তা ছবিগুলোতেই স্পষ্ট। সৌভাগ্যক্রমে এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে যে সাপ খুঁজতে এত কাঠখড় পুড়ল, তারও কিন্তু হদিস মেলেনি।
বাড়িটির মালিককে বিপুল লোকসান বরণ করে নিতে হচ্ছে সেটি অস্বীকারের উপায় নেই। তবে তিনি কেন অন্যান্য, নিরাপদ বিকল্প উপায়গুলো ঘেঁটে দেখলেন না, তা নিয়েও চলছে সমালোচনা।
একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী লিখেছেন, "এই বাড়িটি কত পুরনো কে জানে! আমার নিজের বাড়ি রীতিমত প্রাচীন এবং আমাকে প্রতি বছরই সাপ ধরতে হয় বাড়ির ভেতর থেকে। আমি তো জীবনে কখনো এমন ধোঁয়া ছেড়ে সাপ ধরব বলে মনে হয় না।"
আরেকজন লিখেছেন, "এর চেয়ে কি সাপ ধরতে পারে, এমন পেশাদার কাউকে ডেকে নিলে হতো না? তার মাথায় কি এসব একেবারেই আসেনি?"
আরেকজন তো আরও এককাঠি সরেস! মজা করে তিনি টুইটারে লিখেছেন, "আমি আপনার (বাড়ির মালিক) পাশে আছি। সাপগুলো যদি এতেও বেঁচে যায়, তাহলে বাড়ির দলিলপত্র তাদের হাতেই তুলে দিন।"
বেসমেন্টে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুতই তা বহুতল ভবনটির প্রতিটি ফ্লোরে ছড়িয়ে পড়ে। ভাগ্যক্রমে তখন সেখানে কেউ ছিল না।
আগুনে প্রায় ১০ লাখ ডলারের সমপরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কিছুদিন আগেই ১৮ লাখ ডলারে বাড়িটি কেনা হয়।
- সূত্র- এনডিটিভি