হোটেলে সন্তান হলে ১৮ বছর থাকা ফ্রি
সন্তান নিতে ইচ্ছুক দম্পতি বা জুটিদের জন্য ব্যতিক্রমী একটি অফার দিয়েছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের হোটেল জেড কর্তৃপক্ষ।
আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে প্রদেশের ভিক্টোরিয়া ও কেলোনায় হোটেলের দুটি শাখায় চার ঘণ্টা নুনারের অফার দিয়েছে তারা।
ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চার ঘণ্টার মধ্যে শারীরিক সম্পর্ক করে সন্তান জন্ম দিতে পারলে নির্দিষ্ট সময় পর্যন্ত হোটেলটিতে বিনামূল্যে থাকার সুযোগ পাবেন দম্পতিরা।
সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, হোটেলটি গত পাঁচ বছর ধরে 'নুনার' (মধ্যাহ্নের শারীরিক সম্পর্ক) অফার দিয়ে আসছে।
চার ঘণ্টা সময়ে কোনো দম্পতি শারীরিক মিলনের পর লাউঞ্জে পিং-পং খেলায় অংশ নিতে পারেন কিংবা বাইরে গরম পানির টবে গা ভেজাতে পারেন।
হোটেল কর্তৃপক্ষের দেওয়া শর্ত অনুযায়ী, নির্ধারিত সময়ে যৌনমিলনের ৯ মাস পর সন্তানের জন্ম হলে দম্পতিরা পরবর্তী ১৮ বছর হোটেলটিতে থাকার সুযোগ পাবেন।
সন্তানদের শৈশবে নুনার ধারণাটি মাথায় আসে হোটেল জেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মান্ডি ফার্মারের। তিনি স্বামীর সঙ্গে সন্তানহীন, আনন্দময় সময় কাটাতে চেয়েছিলেন।
মান্ডির কাছে ১৪ ফেব্রুয়ারিতে ফুলের তোড়া বা এক বক্স চকলেটের চেয়ে রোমাঞ্চকর মিলনের আকাঙ্ক্ষা বেশি গুরুত্বপূর্ণ। তাই তিনি বিষয়টি নিয়ে অন্য সহকর্মীদের সঙ্গে আলোচনা করেন। তাদের সঙ্গে পরামর্শ করে নুনার অফার চূড়ান্ত করেন তিনি।