‘চোখ মেলে দেখি বিছানায় আফ্রিকান বনবিড়াল!’
যুক্তরাষ্ট্রের জর্জিয়ার বাসিন্দা এক নারী, ক্রিস্টাইন ফ্রাঙ্ক অন্যান্য সাধারণ দিনের মতোই ঘুম থেকে ওঠার পর হঠাৎ করেই তড়িৎ বেগে চমকে উঠে দাঁড়ালেন। চোখ মেলে তিনি যখন তার কক্ষের আশেপাশে তাকাচ্ছিলেন, হঠাৎ করে পিলে চমকে যাওয়ার মতো দৃশ্য চোখে পড়লো তার।
তার মাথা থেকে ঠিক কয়েক ইঞ্চি দূরেই বসে আছে বিশালদেহী এক বিড়াল। বিড়ালটিকে দেখেই বুঝলেন এটি সাধারণ কোনো বিড়াল নয়।
"আমি বুঝতে পেরেছিলাম এটি কোনো সাধারণ গৃহপালিত বিড়াল নয়। আমি জানি না এটি কী ছিল, তবে সে মুহূর্তে আমি প্রচণ্ড ভড়কে গিয়েছিলাম," সিএনএন-কে বলেন তিনি।
পরে জানা গেল বিশালদেহী বিড়ালটি আসলে আফ্রিকান বন্য বিড়াল। প্রায় ১৮-১৯ কেজি ওজনের এই বনবিড়াল পোষা জর্জিয়ায় নিষিদ্ধ।
ফ্রাঙ্ক পরে ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্সে কল দিয়ে এই ঘটনা জানান, ওই এলাকা বিড়ালটিকে ধরার চেষ্টাও চলছে।
তাদের বাড়ি থেকে ফ্রাঙ্কের স্বামী তাদের কুকুরকে নিয়ে বের হওয়ার সময় দরজা খোলা রাখাতেই বিড়ালটি ঢুকে গিয়েছিল। তিনি চমকে লাফিয়ে ওঠায় বিড়ালটিও ভয় পেয়ে দূরে সরে গিয়েছিল। তার স্বামী আরেকটি দরজা খুলে দেওয়ার পর বিড়ালটি বের হয়ে যায়।
প্রায় আড়াই ফুট দৈর্ঘ্যের লম্বা বিড়ালটি আশেপাশের কোনো বাসিন্দার পোষা বিড়াল হতে পারে বলে ধারণা করছেন তিনি, যদিও জর্জিয়া এ প্রজাতির বিড়াল পোষা নিষিদ্ধ।
বিড়ালটিকে কোনো অভয়ারণ্যে দিয়ে আসার জন্য বর্তমানে অত্র এলাকায় বিড়ালটির খোঁজ পেতে সন্ধান চলছে।
-
সূত্র: সিএনএন