তুর্কি বিমানের খাবারে সাপের কাটা মাথা!
মধ্য আকাশে ভাসমান বিমানে যদি হঠাৎ সাপ চোখে পড়ে তখন ঠিক কেমন অনুভূতি হয় বলুন তো!
সিনেমা নয়, তুরস্কের একটি বিমানের ফ্লাইটে এবার সত্যিই সাপ পেয়েছেন বিমানের এক ক্রু। তাও আবার খাবারে!
সানএক্সপ্রেস নামক সংস্থার বিমানটি তুরস্কের আঙ্কারা থেকে জার্মানির ডুসেলডর্ফ যাচ্ছিল। ফ্লাইটে বরাদ্দকৃত খাবারের মধ্যেই কর্মীটি সাপের কাটা মাথা খুঁজে পান। ততক্ষণে অর্ধেকেরও বেশি খাওয়া শেষ তার।
নিজেই পরে সে ভিডিও দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এভিয়েশন ব্লগ 'ওয়ান মিল এট আ টাইম' থেকে পাওয়া গেছে এ খবর।
এদিকে ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট বিমানসংস্থাটি। ঘটনাটিকে 'একেবারেই অগ্রহণযোগ্য' আখ্যা দিয়ে তারা জানিয়েছে, ৩০ বছর ধরে কর্মী ও যাত্রীদের সর্বোচ্চ মানের বিমান পরিষেবা দিতে তারা বদ্ধপরিকর। যে সংস্থা তাদের বিমানে খাদ্য সরবরাহ করে তাদের সঙ্গে সব চুক্তি তারা রদ করছে।
অন্যদিকে বিমানে খাবার সরবরাহকারী ক্যাটারিং কোম্পানি, সানকাক ইনফ্লাইট সার্ভিসেস দাবি করেছে তাদের সব খাবার ২৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রান্না করা হয়। সাপের মাথা তাদের রান্নাঘর থেকে এসেছে, এমন অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে তারা।