কোনো হরর মুভির দানব না, এটি পিঁপড়ার আসল চেহারা
প্রথম দেখায় যে-কেউ ভাববেন ছবিটি সম্ভবত কোনো হরর মুভির দানবিক প্রাণীর। কিন্তু না, এটি আসলে ছোট্ট প্রাণী পিঁপড়ার আসল চেহারা।
খুব ছোট প্রাণী পিঁপড়া। এর চেহারা কেমন হবে, তা নিয়ে কেউই সম্ভবত মাথা ঘামায় না।
কিন্তু এই প্রাণীটির চেহারার ছবিই তুলেছেন লিথুয়ানিয়ান ফটোগ্রাফার ইউজেনিজাস কাভালিয়াউস্কাস। আর যে ছবি তুলেছেন, তা দেখে চোখ ছানাবড়া হয়ে গেছে সবার।
সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়, নিকনস স্মল ওয়ার্ল্ড ফটোগ্রাফি কম্পিটিশন-এ ছবিটি দিয়েছিলেন কাভালিয়াস্কাস।
লিথুয়ানিয়ান ফটোগ্রাফারের ছবিতে ধরা পড়েছে পিঁপড়ার ভয়ানক চেহারা। ছবি দেখে মনে হতে পারে ওটা যেন কোনো পৌরাণিক দানব। ভাঁটার মতো লাল চোখ, ভয়ানক দাঁত—এসব দেখে আঁতকে উঠতে পারেন যে-কেউ।
তবে কাভালিয়াস্কাসের ছবিটি ব্যাপক প্রশংসা কুড়ালেও প্রথম পুরস্কার জিততে পারেনি। প্রথম পুরস্কার পেয়েছেন সুইডিশ আলোকচিত্রী গ্রিগরি তিমিন ও মাইকেল মিলিনকোভিচ।
উল্লেখ্য, এ বছর প্রতিযোগিতাটিতে ৭২টি দেশ থেকে ১ হাজার ৩০০ জন আলোকচিত্রী অংশ নেন।
- সূত্র: সিএনএন