সবচেয়ে ছোট টিভির আকার ডাকটিকিটের সমান!
বিশ্বজুড়ে ইলেকট্রনিক ডিভাইসের স্ক্রিন বড় হওয়ার এ সময়ে সবচেয়ে ছোট স্ক্রিনের টেলিভিশন বানিয়েছে একটি কোম্পানি।
'টাইনিসার্কিটস' নামের এ কোম্পানিটি নতুন এ 'টাইনি টিভির' দুটি নতুন প্রটোটাইপ এনেছে এরইমধ্যে।
এ দুইটির মধ্যে টাইনি টিভি মিনির স্ক্রিনের আকার ০.৬ ইঞ্চি, আর টাইনি টিভি-২ এর স্ক্রিনের আকার এক ইঞ্চি মাত্র। অর্থাৎ, এই টিভির স্ক্রিনের আকার একদমই ডাকটিকিটেরই মতো। তবে টিভিগুলো দিব্যি সাধারণ টিভির মতোই কাজ করবে।
এই টিভি চালাতে হবে আগে চার্জ দিয়ে, প্রতিবার ফুল চার্জে এক ঘণ্টা প্লেব্যাক পাওয়া যাবে বলে জানিয়েছে কোম্পানিটি। ভলিউম আর চ্যানেল বদলাতে হবে ছোট ঘূর্ণায়মান নব দিয়ে।
ইউএসবি কেবলের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযুক্ত করা যাবে টিভিটি। দুটি টিভিতেই ৮ গিগাবাইটের মাইক্রো এসডি কার্ড ইনস্টল করা থাকবে, ১০-৪০ ঘণ্টার মতো ফুটেজ সেভ করে রাখা যাবে।
টিভি দুটির জন্য ইনফ্রারেড রিমোটও এনেছে কোম্পানিটি, তবে আলাদা কিনে নিতে হবে এটি।
টাইনিটিভি-২ এর রঙ কালো এবং ধূসরের মিশ্রণ, টাইনিটিভি মিনির কালো। কিকস্টার্টারে টিভি দুটির দাম ৪৯ ডলার। স্বচ্ছ সংস্করণ ৫৯ ডলার। ইনফ্রারেড রিমোটের দাম ১০ ডলার।
ডিভাইসটি এখনো কিকস্টার্টারের প্রচারণার অংশ, ইতোমধ্যে প্রায় দেড় লাখ ডলার সংগ্রহ করেছে কোম্পানিটি।
টাইনিসার্কিটসের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট কেন বার্নসের তৈরি টিভি দুটি। ২০১২ সালে টাইনিডুইনো প্রজেক্ট নামের ক্ষুদ্রাকার কম্পিউটার প্রসেসর তৈরি কোম্পানিটির প্রথম কাজ।