বাজপাখির মুখ থেকে পড়া সাপের আঘাতে আহত!
সাপ শিকার করে উড়ে যাচ্ছিল একটি বাজপাখি। আচমকা সেই বাজপাখির কাছ থেকে সাপটি ছুটে মাটিতে পড়ে যায়। এরপর দুর্ভাগ্যবশত একইসময়ে সাপ এবং ঐ বাজপাখি উভয়েরই আক্রমণের স্বীকার হন এক নারী! খবর বিবিসির।
গত ২৫ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা সীমান্তের কাছাকাছি টেক্সাস অঙ্গরাজ্যের সিএলবি শহরে এমন অদ্ভুত ঘটনাটি ঘটে। আক্রমণে আহত ৬৪ বছর বয়সী ঐ নারীর নাম পেগি জোনস।
মূলত বাজপাখির মুখ থেকে ছিটকে সাপটি লনে থাকা জোনসের শরীরে আছড়ে পড়ে। এরপর ঐ নারীর হাত শক্তভাবে পেঁচিয়ে ধরে সাপটি এবং ক্রমাগত তার মুখে ছোবল দিতে থাকে। বারবার ঝাঁকুনি দিয়ে এবং বহু চেষ্টা করেও তিনি হাত থেকে সাপটিকে সরাতে পারছিলেন না।
এমতবস্থায় বাজপাখিটি নিজের শিকার পুনরুদ্ধারের জন্য লনে নেমে আসে। এরপর জোনসের হাতে পেঁচিয়ে থাকা সাপটিকে টানতে থাকে। তখন বাজপাখিটির আঘাতে ঐ নারীর হাত ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয়। এমনকি বাজপাখিটি তার হাত ও সাপটিকে একসাথে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলেও জানান ঐ নারী।
শেষে বহু চেষ্টার পর জোনসের হাত থেকে সাপটিকে সরানো সম্ভব হয়। পরবর্তীতে আহত অবস্থায় জোনসকে তার স্বামী হাসপাতালে নিয়ে যান।
জোনস জানায়, তিনি আরেকটু হলে মারাই যেতেন। আঘাতে তার হাতে কেটে গিয়েছে এবং গুরুতর ক্ষতের সৃষ্টি হয়েছে। এমনকি বিভীষিকাময় ঘটনাটির মুখোমুখি হয়ে তিনি এখন ঠিকমতো ঘুমাতেও পারছেন না।
যদিও টেক্সাসের প্রত্যন্ত অঞ্চলে থাকায় জোনস প্রায়শই বন্যপ্রাণীদের মুখোমুখি হয়েছেন। তিনি বলেন, "আমি সাধারণত এমনটা দেখেছি যে, বাজপাখি সাপকে মুখে তুলে নিয়ে যাচ্ছে। এভাবেই তারা তাদের শিকারকে হত্যা করে।"
তবে জোনসের সাথে ঘটে যাওয়া ঘটনাটি যেন অন্য সব শিকারের ঘটনা থেকে ব্যতিক্রম। তিনি হয়তো সহজেই সাপ ও বাজপাখির যুগপৎ এ আক্রমণের কথা ভুলতে পারবেন না।