১০৪ বছর বয়সে স্কাইডাইভিং করে বিশ্বরেকর্ড!
কথায় বলে, বয়স কেবলই একটি সংখ্যা; আর এটি আরেকবার প্রমাণ করলেন ১০৪ বছর বয়সী ডরোথি হফনার।
বিশ্বরেকর্ড গড়তে ১০৪ বয়সে বিমান থেকে স্কাইডাইভিং করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই ফেলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এই নারী।
ডরোথির ইচ্ছাপূরণে সহায়তাকারী কোম্পানি স্কাইডাইভ শিকাগো তার এই কৃতিত্বের ভিডিও প্রকাশ করেছে নিজেদের ফেসবুক পেইজে।
ভিডিওতে দেখা যায়, ইন্সট্রাকটরের সাথে প্যারাসুটে করে আকাশ থেকে ঝাঁপ দিয়ে নামছেন ডরোথি। মাটিতে নেমে আসার সাথে সাথে আশেপাশের মানুষ তুমুল করতালিতে অভিবাদন জানাচ্ছে।
ভিডিওর সবচেয়ে চমৎকার অংশ হলো, রোমাঞ্চপূর্ণ ইচ্ছা পূরণের পর শতবর্ষী এই নারীর মুখের হাসিটি।
আপনার কি নার্ভাস লাগছিলো? নিউ ইয়র্ক টাইমসের সাথে এক সাক্ষাতকারে ডরোথি স্পষ্ট জানিয়ে দেন, "না।"
তিনি কি জানতেন যে, স্কাইডাইভ করার জন্য বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙতে পারেন এবার? ডরোথির উত্তর, "আমার কোনো ধারণা ছিলো না।"
১৯১৮ সালে জন্ম ডরোথির। স্প্যানিশ ফ্লু আর কোভিড-১৯ এর মতো দু'টি মহামারির সাক্ষী তিনি। এর আগে নিজের শততম বছরে আরও একবার স্কাইডাইভিং করেন তিনি।
এর আগে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে যিনি স্কাইডাইভিং করেন, তার বয়স ছিল ১০৩ বছর। ২০১৪ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশও হেলিকপ্টার থেকে স্কাইডাইভ করে তার ৯০তম জন্মদিন উদযাপন করেন।