বিক্রেতার ভুলে এক ব্যক্তির লটারি জয়: প্রতিবছর পাবেন ২৫ হাজার ডলার
যুক্তরাষ্ট্রের ইলিনয়েস অঙ্গরাজ্যের বাসিন্দা মাইকেল সোফেসল। তিনি তার প্রিয় একটি রেস্তোরাঁয় খাওয়ার জন্য প্রায়ই ইন্ডিয়ানা অঙ্গরাজ্য হয়ে মিশিগানে যেতেন। পথে তিনি 'লাকি ফর লাইফ'র লটারি টিকিটও কিনতেন।
গত ১৭ সেপ্টেম্বর গোলো গ্যাস স্টেশনের কাছে এক বিক্রেতা থেকে লটারির টিকিট কেনেন মাইকেল। কিন্তু টিকিটটি প্রিন্ট করার আগে বিক্রেতা একটি ভুল করে ফেলেন। যেখানে একটি টিকিটে কয়েক সংখ্যার কেবল একটি নম্বরই থাকার কথা, সেখানে ১০টি আলাদা আলাদা নম্বরসহ একটি টিকিট প্রিন্ট দিয়ে ফেলেন বিক্রেতা। এই টিকিট নিতে কোনো আপত্তি নেই বলে বিক্রেতাকে জানান মাইকেল। বিক্রেতার এই অনিচ্ছাকৃত ভুলে মাইকেলের কপাল খুলে যায়।
মাইকেল লটারি ফর লাইফের কর্মকর্তাদের বলেন, 'এক সকালে ড্রয়ের ফলাফলের সঙ্গে এই টিকিটের ১০টি নম্বর মিলিয়ে দেখি আমি প্রতি বছরের জন্য ২৫ হাজার ডলার জিতেছি। আমি তৎক্ষণাৎ এসব টাকা দিয়ে কী কী করতে পারি এবং আমি মোট টাকা এককালীন নাকি বার্ষিক হিসেবে নেব তা ভাবতে শুরু করি। এ এক বিস্ময়কর অনুভূতি ছিল!'
৬০ বছর বয়সী এই বিজয়ী সম্প্রতি পুরস্কারের দাবি নিয়ে লটারি প্রতিষ্ঠানটির সদরদপ্তরে যান। তিনি ২০ বছর পর্যন্ত প্রতিবছর ২৫ হাজার ডলারের পরিবর্তে এককালীন তিন লাখ ৯০ হাজার ডলার নিতে চান বলে জানান।
পুরস্কারের অর্থমূল্য দিয়ে মাইকেল ভ্রমণ করতে চান এবং অবশিষ্ট অর্থ সঞ্চয় করতে চান বলে জানান।