বড়দিনের ডোনাট চোর, ১০ হাজার ডোনাট বোঝাই ভ্যান চুরি করলেন অস্ট্রেলীয় নারী
কতকিছু না চুরি করে মানুষ। অস্ট্রেলিয়ায় এক নারীর বিরুদ্ধে ক্রিস্পি ক্রিম কোম্পানির ডোনাট বোঝাই একটি কাভার্ড ভ্যান চুরির অভিযোগ আনা হয়েছে। তাঁকে পরে গ্রেপ্তারও করেছে স্থানীয় পুলিশ। খবর বিবিসির
সিডনি পুলিশ জানায়, গত ২৯ নভেম্বর সিডনি শহরের উপকন্ঠের একটি এলাকায় এ চুরির ঘটনা ঘটে। ঘটনার এক সপ্তাহ পরে একটি কার পার্কিংয়ে ভ্যানটিকে পরিত্যাক্ত অবস্থায় পায় তারা। ভ্যানের মালসামান অর্থাৎ ১০ হাজার ডোনাট পচে নষ্ট হয়ে গেছে ততোদিনে।
সবচেয়ে মজার বিষয় হচ্ছে– ভ্যানে যে ১০ হাজার সুস্বাদু ডোনাট ছিল তা ওই নারী হয়তো জানতেন কিনা– এনিয়ে পুলিশ নিশ্চিত নয়। এরমধ্যে অনেক ডোনাট ছিল বড়দিন উপলক্ষে বিশেষভাবে তৈরি।
গ্রেপ্তার করা নারীর বয়স ২৮, তাঁর বিরুদ্ধে গাড়ি চুরি ও ড্রাইভিং লাইসেন্স বাতিল থাকার মধ্যেও গাড়ি চালানোর অভিযোগ এনেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
ওই নারীর নাম প্রকাশ করেনি পুলিশ। তবে জানিয়েছে, এই চুরির প্রমাণ হিসেবে তাঁরা পেয়েছে ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ। এতে একটি সার্ভিস স্টেশনে রাখা ওই ভ্যানের চারপাশে তাঁকে ঘোরাঘুরি করতে দেখা যায়। তারপর সুযোগ বুঝে ভ্যানে উঠে সেটি চালিয়ে নিয়ে চলে যান।
ক্রিস্পি ক্রিম কোম্পানি জানিয়েছে, তাঁরা চুরির ঘটনা পুলিশকে জানিয়েছিল, এবং গ্রাহকদের আশ্বাস দিয়েছে চুরি যাওয়া ১০ হাজার ডোনাটের বদলে তারা নতুন চালান দেবে।