দুবাইয়ের সবচেয়ে ধনী পরিবার; থাকেন ব্যক্তিগত চিড়িয়াখানা, সুইমিংপুলসহ ২ বিলিয়ন ডলারের প্রাসাদে!
বুর্জ খলিফা, দ্য আটলান্টিস, পাম হোটেলের মতো বিশাল আকাশচুম্বী দালান কিংবা রাতভর অসাধারণ পার্টি, দুবাই তার বিলাসবহুল জীবনযাত্রার জন্য সুপরিচিত। ধনীদের অবকাশ যাপনের অন্যতম প্রিয় শহর এটি। তবে দুবাইয়ের অভিজাতদের ঐশ্বর্যময় জীবনধারা শহরের চিরচেনা খ্যাতির বাইরেও প্রসারিত।
এই মরুভূমির শহরের চটকদার সকল বিলাসিতার বাইরেও এর শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং তার পরিবারের বিলাসবহুল জীবন আপনাকে হয়ত চমকে দেবে।
লাক্সারি লাঞ্চেসের রিপোর্ট অনুযায়ী, শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মোট সম্পদের পরিমাণ ১৪ থেকে ১৮ বিলিয়ন ডলার, যা তাকে বিশ্বের অন্যতম ধনী রাজকীয় এবং দুবাইয়ের সবচেয়ে ধনী করে তুলেছে।
শেখ মোহাম্মদ তার ছয় স্ত্রী ও সন্তানদের নিয়ে ৩৭ একর জুড়ে বিস্তৃত জাবিল প্রাসাদে বাস করেন। সেখানে একটি বলরুম, একটি ব্যক্তিগত চিড়িয়াখানা এবং বেশ কয়েকটি সুইমিং পুল সহ ১৫০ টিরও বেশি কক্ষ রয়েছে। বাড়িটির মূল্য ২০০ কোটি ডলার।
শেখ মোহাম্মদের প্রথম বিয়ে 'সবচেয়ে ব্যয়বহুল বিয়ে'র জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও গড়েছিল। মাসব্যাপী এই আয়োজনে খরচ হয়েছিল ১০০ মিলিয়ন ডলার, যেখানে বিয়ের জন্য বিশেষভাবে তৈরি একটি স্টেডিয়াম ছিল।
পাম জুমেইরাহ, জায়া নুরাই দ্বীপে একটি সৈকতফ্রন্ট ম্যানশন এবং যুক্তরাজ্য এবং ইউরোপের বেশ কয়েকটি সম্পত্তির মতো আরও বেশ কয়েকটি সম্পত্তির মালিক তিনি।
শেখ মোহাম্মদ ইয়টের বিশাল ভক্ত। তার বেশ কয়েকটি ইয়টের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ৪০০ মিলিয়ন ডলারের 'দুবাই' এবং ১৮০ মিলিয়ন ডলারের 'মেগাইয়ট কোয়াট্রোয়েল'।
এছাড়া তার ব্যক্তিগত জেটগুলোর মধ্যে রয়েছে একটি বোয়িং ৭৪৭-৪০০ যেটি দুবাই এয়ার উইং ওয়ান নামে পরিচিত, একটি বোয়িং ৭৩৭ এবং একটি গালফস্ট্রিম জি ৬৫০।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন