কৃত্রিম উপায়ে সৌন্দর্যবর্ধন, প্রতিযোগিতা থেকে বাদ পড়লো ৪০ উট
সৌদি আরবে ঐতিহ্যবাহী উটের সৌন্দর্য প্রতিযোগিতা থেকে বাদ দেয়া হয়েছে ৪০টিরও বেশি উটকে। এসব উটের সৌন্দর্যবর্ধনে বোটক্স ইনজেকশন এবং অন্যান্য কসমেটিক সার্জারি ব্যবহারের অভিযোগ উঠেছে।
রিয়াদের নিকটে আয়োজিত 'কিং আবদুল আজিজ ক্যামেল ফেস্টিভ্যাল' এর অন্যতম আকর্ষণ এই প্রতিযোগিতা। এখানে বিজয়ীদের দেওয়া পুরস্কারের অর্থমূল্য ছয় কোটি ৬০ লাখ মার্কিন ডলারের সমতুল্য।
লম্বা ও ঝুলে-পড়া ঠোঁট, বড় নাক এবং সুগঠিত পশ্চাদ্দেশ উটের সৌন্দর্যের প্রধান মাপকাঠি। এই প্রতিযোগিতায় জয়লাভের আশায় প্রায়শই কৃত্রিম উপায়ে উটের সৌন্দর্যবর্ধন করে থাকেন মালিকেরা।
তবে রাষ্ট্রীয় সৌদি প্রেস এজেন্সি জানায়, এবছর বিচারকরা কৃত্রিম সৌন্দর্যবর্ধন সনাক্ত করা জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন।এতেই ধরা পড়ে উটগুলো।
প্রতিযোগিতায় অংশ নেওয়া উটগুলোকে একটি বড় হলঘরে সমবেত করা হয়। সেখানে বিশেষজ্ঞরা তাদের বাহ্যিক রূপ এবং হাঁটাচলা পরীক্ষা করেন। এরপর এক্স-রে এবং ত্রিমাত্রিক আল্ট্রাসাউন্ড যন্ত্র দিয়ে তাদের মাথা, ঘাড় ও দেহের মধ্য অংশকে স্ক্যান করা হয়। এসব নমুনা থেকে জেনেটিক পরীক্ষাসহ আরো নানা পরীক্ষা করা হয়।
দেহের কিছু অংশ কৃত্রিমভাবে লম্বা করার জন্য ২৭টি উটকে প্রতিযোগিতার অযোগ্য ঘোষণা করা হয়।আরও ১৬টি উটকে বাদ দেওয়া হয় বোটক্স ইনজেকশন দেওয়ার কারণে।
আগামীতে এধরনের প্রতারণা ঠেকানোর জন্য কড়া শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে প্রতিযোগিতার আয়োজক ক্যামেল ক্লাব।
সৌন্দর্যবর্ধনের জন্য উটের ঠোঁট, নাক ও চোয়ালে বোটক্স ইনজেকশন দেয়া, ঠোঁট ও নাক বড় দেখানোর জন্য কোলাজেন প্রবেশ করানো, এমনকি পেশীর বৃদ্ধির জন্য হরমোন ইনজেকশন দেওয়া হয় বলে জানিয়েছে ক্লাবটি।
উল্লেখ্য, বোটক্স (বটুলিনাম টক্সিন) হচ্ছে একধরনের রাসায়নিক পদার্থ যা মানুষের মুখের বলিরেখা বা ত্বক কুঁচকে যাওয়া সারাতে ইনজেকশন হিসেবে ব্যবহার করা হয়।
এছাড়া, রাবার ব্যান্ড ব্যবহার করে উটের দেহের রক্ত চলাচল কমিয়ে দেওয়া হয় যাতে শরীরের কিছু অংশের আকৃতি বড় দেখা যায়।
'কিং আবদুল আজিজ ক্যামেল ফেস্টিভ্যাল' পৃথিবীর বৃহত্তম উট উৎসব।৪০ দিন ধরে চলে এই অনুষ্ঠান। রাজধানী রিয়াদের ১০০ কিলোমিটার উত্তর পূর্বে ৩২ বর্গকিলোমিটার জায়গা জুড়ে এই উৎসব চলছে। এতে দৈনিক প্রায় এক লক্ষ পর্যটক আসবে বলে ধারণা করা হচ্ছে।
এবারের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ফ্রান্সসহ বিভিন্ন দেশের প্রায় ৩৩ হাজার উট মালিক অংশ নিচ্ছেন।
- সূত্র: বিবিসি