পুরনো মেইল খুঁজতে গিয়ে কোটিপতি হলেন মার্কিন নারী!
ইমেইলের স্প্যাম ফোল্ডার ঘাটতে গিয়ে কোটিপতি হয়েছেন এক মার্কিন নারী! কোনো সিনেমা নয়, বাস্তবেই ঘটেছে এ ঘটনা।
৫৫ বছর বয়সী লরা স্পিয়ার্স গত ৩১ ডিসেম্বর অনলাইনে 'মেগা মিলিয়নস টিকিট' নামের একটি লটারি কিনেছিলেন। সেই লটারিই ভাগ্য খুলে দিয়েছে তার। কিন্তু লরা নিজেই মেগা মিলিয়নস টিকিটের কথা ভুলে গিয়েছিলেন। কিছুদিন পর হারিয়ে যাওয়া একটি পুরনো মেইল খুঁজতে গিয়ে নিজের স্প্যাম ফোল্ডার ঘাটতে থাকেন লরা। এ সময়ই আবিষ্কার করেন লটারিতে ৩০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ২৫ কোটি টাকারও বেশি) জিতেছেন তিনি।
লরার ভাষায়, "কয়েক দিন পরে আমি একটি হারিয়ে যাওয়া ইমেল খুঁজছিলাম। আর সে কারণেই আমি ইমেইল অ্যাকাউন্টের স্প্যাম ফোল্ডারটিতে গিয়েছিলাম, তখনই আমি লটারি থেকে পুরস্কার জেতার মেইলটি দেখতে পাই।"
লটারি কর্মকর্তাদের তিনি বলেন, "মেইলটি পড়ে আমি নিজেই বিশ্বাস করতে করতে পারছিলাম না। তাই নিশ্চিত হতে লটারির অ্যাকাউন্টে লগইন করি।"
লটারি জেতার খবর নিশ্চিত হওয়ার এই অনুভূতিকে লরা 'চমকপ্রদ' বলে অভিহিত করেছেন।
তিনি এখন চাকরি থেকে তাড়াতাড়ি অবসর নেওয়ার পরিকল্পনা করছেন এবং ভবিষ্যতে আরও সতর্কতার সঙ্গে তার ইমেলগুলো পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন। যেন পরবর্তীতে লটারি জেতার কোনো খবর মিস না হয়ে যায়!
যুক্তরাষ্ট্রের ৪৫টি রাজ্যে মাত্র দুই ডলারে বিক্রি হয় মেগা মিলিয়নস লটারির টিকিট।
এর আগে ২০১৮ সালে দক্ষিণ ক্যারোলিনায় এক ব্যক্তি ১.৬ বিলিয়ন ডলার জিতেছিলেন। একক বিজয়ী হিসেবে এখন পর্যন্ত এটিই মেগা মিলিয়নস লটারির সর্বোচ্চ পুরস্কার।
- সূত্র: বিবিসি