১৬ বছর ধরে একই লটারি নম্বর ব্যবহার করে কোটিপতি হলেন নারী
মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা রাজ্যের এক নারী ২০০৬ সাল থেকে ব্যবহার করে আসছেন একই লটারি নম্বর। অবশেষে, দীর্ঘ ১৬ বছর পর তার ভাগ্য খুলেছে।
এক দশকেরও বেশি সময় ধরে টানা চেষ্টা করার পর তিনি সেই একই নম্বর ব্যবহার করে ৫টি জ্যাকপটে ২ লাখ ৬৪ হাজার ৪১৯ মার্কিন ডলার জিতে নিয়েছেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ২৭ লাখ ২৭ হাজার টাকা।
নর্থ ক্যারোলিনার ফায়েটভিল শহরের বাসিন্দা লোলা অ্যালেন লটারি কর্মকর্তাদের জানিয়েছেন, এক দশকেরও আগে যখন ওই লটারি রাজ্যে প্রথম এসেছিল, তখন থেকেই তিনি এই একই নম্বর ব্যবহার করে আসছেন।
অ্যালেন বলেন, "শুরু থেকেই আমি একই নম্বর ব্যবহার করে আসছি, কারণ এগুলো আমার প্রিয় নম্বর। তাই নম্বরগুলোর মায়া ছাড়তে পারিনি।"
গত বৃহস্পতিবার রাতে লটারি জিতেছেন অ্যালেন। লটারির নম্বর মিলে গেলে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি।
অ্যালেন বলেন, "আমি হতবাক হয়ে গিয়েছিলাম। কিছুক্ষণের জন্য আমি অনুভূতিশূন্য হয়ে গিয়েছিলাম।"
পাঁচটি জ্যাকপট জেতা তিনজন ভাগ্যবানের মধ্যে অ্যালেন একজন। লটারি থেকে তিনি মোট ২ লাখ ৬৪ হাজার ৪১৯ মার্কিন ডলার জিতেছেন।