ওয়ার্ডল গেম প্রাণ বাঁচাল বৃদ্ধার!
এক অক্ষরের সঙ্গে আরেক অক্ষর বসিয়ে যারা শব্দ তৈরির ধাঁধা খেলতে পছন্দ করেন, তাদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে ওয়ার্ডল গেম। গেমটি খেলার সময় পাঁচ অক্ষরের শব্দ মেলানোর জন্য ৬ বার সুযোগ দেওয়া হয়।
এ বছরের শুরু থেকে আকাশ ছুঁয়েছে গেমটির জনপ্রিয়তা। প্রতিদিন লক্ষ লক্ষ লোক খেলে ওয়ার্ডল। ছোট থেকে বড় সবার কাছে ওয়ার্ডল স্রেফ বিনোদন বা সময় কাটানোর মাধ্যমই নয়, এর থেকে অনেকে খেলার ছলে নতুন নতুন শব্দও শিখতে পারছেন। তবে এবার শুধু নতুন শব্দ শেখাল না, প্রাণও বাঁচাল ওয়ার্ডল!
৮০ বছর বয়সি মার্কিন নাগরিক ডেনিস হল্ট। প্রতিদিন নিয়ম করে ওয়ার্ডল গেম খেলেন তিনি। শুধু তাই নয়, গেমটি খেলে প্রতিদিন তিনি যে স্কোর পান, তার পাঠান বড় মেয়ে মেরেডিথ হল্ট-ক্যাল্ডওয়েল-কে।
গত ৫ ফেব্রুয়ারি রাতে হল্ট বাড়িতে একা ছিলেন। হঠাৎ এক লোক জানালা ভেঙে ঢুকে পড়ে তার বাড়িতে। লোকটি জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢোকায় তার শরীরের বিভিন্ন অংশ কেটে গিয়ে রক্তে মাখামাখি হয়ে ছিল। লোকটি ছুরি দেখিয়ে তার সঙ্গে গোসল করতে বাধ্য করে হল্টকে। এরপর বৃদ্ধাকে আটকে রাখে বাড়ির বেজমেন্টে।
হল্টের বড় মেয়ে মেরেডিথ থাকেন সিয়াটলে। তিনি প্রথমে খেয়াল করেন, তার মা প্রতিদিনের মতো সেদিন তাকে ওয়ার্ডল গেমের স্কোর পাঠাননি। মেরেডিথ বুঝতে পারেন, তার মা নিশ্চয় কোনো সমস্যায় পড়েছেন, নইলে তিনি কখনোই খেলার স্কোর পাঠাতে ভুলে যাবে না।
৬ ফেব্রুয়ারি মেরেডিথ পুলিশকে তার মায়ের বাড়িতে পাঠান খবর নেওয়ার জন্য। পুলিশ গিয়ে হল্টকে নিজ বাসার বেজমেন্টে থেকে উদ্ধার করে এবং জেমস এইচ ডেভিস (৩২) নামের অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে। পুলিশের সন্দেহ, ডেভিস মানসিক রোগে ভুগছেন।
পুরো ঘটনাটায় হল্ট হতভম্ব হয়ে গেলেও উদ্ধারের পরে তিনি সুস্থ ও স্বাভাবিক অবস্থায়ই ছিলেন। তিনি জানান, 'আমি ভাবতেই পারছি না এত সব ঘটে গেছে। ভাবতেই পারিনি, আমি বেঁচে থাকব। আমি খুব ভাগ্যবান।'
প্রসঙ্গত, দ্য নিউইয়র্ক টাইমস জানুয়ারির শেষ দিকে ওয়ার্ডল কিনে নেওয়ার ঘোষণা দেয়। যদিও কত টাকায় গেমটি কিনেছে, তা প্রকাশ করেনি তারা। গেমটির অন্যান্য সংস্করণ অনেকগুলো ভাষায় বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।
- সূত্র: এনডিটিভি