ই-কমার্স কোম্পানির লেনদেনের ঝুঁকি নিরূপণে পদক্ষেপ গ্রহণের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
দেশের শিডিউলড ব্যাংকগুলোয় থাকা বিভিন্ন ই-কমার্স কোম্পানির একাউন্টে লেনদেনের ঝুঁকি কমাতে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ রোববার (২৯ আগস্ট) বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি জারি করা এক পরিপত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, "পণ্য বা সেবা ক্রয়ের বিপরীতে ই-কমার্স কোম্পানির ব্যাংক একাউন্টে গ্রাহকদের থেকে অগ্রিম অর্থ জমা নেওয়া যাবে না।"
শিডিউলড বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো ওই নির্দেশনায় আরও বলা হয়, সাম্প্রতিক সময়ের নানা ঘটনার প্রমাণ মিলেছে যে, ডিজিটাল বাণিজ্যে জড়িত বেশ কিছু কোম্পানি গ্রাহকদের কাছ থেকে পণ্য ও সেবা বিক্রয়ের অঙ্গীকারের বিনিময়ে নিজেদের ব্যাংক হিসাবে অগ্রিম টাকা নিয়েছে। এটি বাংলাদেশ সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের 'ডিজিটাল কমার্স অপারেশন গাইডলাইন-২০২১' বিধিমালার পরিপন্থী।
এ প্রেক্ষিতেই, ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এখন থেকে ব্যাংকগুলোকে ই-কমার্স কোম্পানির ব্যাংক হিসাব পরিচালনার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে যৌক্তিকতা নিশ্চিত করতে হবে।
এছাড়া, শিডিউলড ব্যাংককে লেনদেনের ধরন বিশ্লেষণ এবং সম্ভাব্য ঝুঁকি আমলে নিয়ে যথাযথ নজরদারির নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
অবিলম্বে এসব নির্দেশনা কার্যকরের আদেশ দেয় দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি।