কর্মসংস্থান সৃষ্টিতে ১০০০ কোটি টাকা ছাড়
করোনাভাইরাসে কর্মহীন ও বিদেশ ফেরত বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ১০০০ কোটি টাকা ছাড় করেছে অর্থমন্ত্রণালয়।
রাষ্ট্রায়ত্ব তিন বিশেষায়িত ব্যাংক- কর্মসংস্থান ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অনুকূলে বৃহস্পতিবার এই অর্থ ছাড় করেছে অর্থবিভাগ।
কোভিডের প্রভাবে কর্মহীন ও বিদেশ ফেরত শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টিতে গত মে মাসে এই চার প্রতিষ্ঠানের মাধ্যমে ৫০০ কোটি টাকা করে মোট ২০০০ কোটি টাকা ঋণ বিতরণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাজেটে এ জন্য অর্থ বরাদ্দ রাখা হয়।
অর্থমন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সরকার এশীয় উন্নয়ন ব্যাংক থেকে ঋণ নিয়ে এই প্যাকেজ বাস্তবায়নের চেষ্টা করছিল। ওই ঋণ পেতে ছয় মাসেরও বেশি সময় লাগতে পারে-এমন আশঙ্কায় বাজেট বরাদ্দ থেকে টাকা ছাড় করেছে অর্থমন্ত্রণালয়।
প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবীন বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এখনও অর্থ ছাড়ের কোন চিঠি পাইনি। আগে শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। কারণ, তারা বিদেশে বিভিন্ন নিয়োগকর্তার অধীনে বিভিন্ন ধরণের কাজ করেছে। এখানে ঋণ নিয়ে ক্ষুদ্র উদ্যোক্তা হবে। এজন্য ঋণ বিতরণের আগে তাদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বরাদ্দের ৫০০ কোটি টাকার অর্ধেক পুরনো গ্রাহকদের দেওয়া হবে, যাতে করোনায় তাদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে পারে। বাকি অর্ধেক টাকা নতুন গ্রাহকদের দেওয়া হবে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়েছে। তবে অর্থবিভাগ থেকে টাকা ছাড়ের কোন চিঠি এখনও পাইনি।