চট্টগ্রাম কাস্টম হাউসে নতুন অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ৬৫,৪৩৫ কোটি টাকা
দেশের বৃহৎ শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসে ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে ৬৫,৪৩৫ কোটি টাকা। গত অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৬৪৩০৩.৬০ কোটি টাকা। বর্তমান অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা বৃদ্ধি পেয়েছে ১১৩১ কোটি টাকা।
২০২১-২২ অর্থবছরে জাতীয় বাজেটের পরিমাণ ৬,০৩,৬৮১ কোটি টাকা। এই বাজেটের তুলনায় চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব লক্ষ্যমাত্রার পরিমাণ ১০.৮৩ ভাগ।
চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ বলছে, করোনা মহামারির মধ্যেও সদ্য সমাপ্ত ২০২০-২১ অর্থবছরে ২৩.২৩ ভাগ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। যেটি চট্টগ্রাম কাস্টম হাউসের গত ২৬ বছরের রাজস্ব আদায়ে দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনের রেকর্ড।
এর আগে ২০০৭-২০০৮ অর্থবছরে চট্টগ্রাম কাস্টম হাউসে ৩০% প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল।
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম বলেন, "গত অর্থবছরে যে গতিতে কাস্টম হাউসে কার্যক্রম চলেছে এবারও তার ধারাবাহিকতা বজায় থাকবে।
রাজস্ব আদায় মূলত আমদানি নির্ভর। আমদানি অব্যাহত থাকলে নতুন রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। আশা করি এই অর্থবছরেও রাজস্ব আদায়ে রেকর্ড অর্জিত হবে"।
চট্টগ্রাম কাস্টমস সূত্র জানায়, চলতি অর্থবছর থেকে ই-পেমেন্ট সিস্টেম চালু হওয়ায় রাজস্ব ফাঁকির পরিমাণ আরো কমে আসবে। তাছাড়া গত অর্থবছর থেকে চালু হওয়া শুল্ক ফাঁকির ঘটনায় ন্যূনতম দ্বিগুন জরিমানার বিধানও জালিয়াতি বন্ধে ইতিবাচক ভূমিকা রাখবে।
চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্যমতে, সদ্য সমাপ্ত অর্থবছরে চট্টগ্রাম কাস্টম হাউসে অতীতের যে কোন সময়ের তুলনায় সর্বোচ্চ রাজস্ব আদায় হয়েছে। গত ২০২০-২১ অর্থবছরে সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৬৪৩০৩.৬০ কোটি টাকা। এই লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয় ৫১৫৭৬.৯৬ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চাইতে ১৯.৭৯% কম রাজস্ব আদায় হয়েছে।
২০১৯-২০ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছিলো ৪১,৮৫৪ কোটি টাকা। সেই হিসেবে ২০২০-২১ অর্থবছরে ৯,৭২৩ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়। এতে প্রবৃদ্ধি অর্জিত হয় ২৩.২৩ ভাগ।
গত অর্থবছরের জুন মাসে কাস্টমসের ইতিহাসে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়। ওই মাসে রাজস্ব লক্ষ্যমাত্রা ৫০৪২.৪২ কোটি টাকার বিপরীতে আদায় হয় ৬,৭৪৩.০৯ কোটি টাকা। বিগত অর্থবছরের জুন মাসের তুলনায় প্রবৃদ্ধি হয় ৫৮.৭৪%।
চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই মাসে ৪,৯৮১ কোটি টাকা, আগস্ট মাসে ৫,২৯৯ কোটি টাকা, সেপ্টেম্বর মাসে ৪,৪৫১ কোটি টাকা, অক্টোবর মাসে ৫,৩৭৪ কোটি টাকা, নভেম্বর মাসে ৬,০৩৭ কোটি টাকা, ডিসেম্বর মাসে ৫,৪২৮ কোটি টাকা, জানুয়ারি মাসে ৫,৭০৭ কোটি টাকা, ফেব্রুয়ারি মাসে ৪,৯৪৩ কোটি টাকা, মার্চ মাসে ৫,৫৫৮ কোটি টাকা, এপ্রিল মাসে ৬,৩২৬ কোটি টাকা, মে মাসে ৬,২০০ কোটি টাকা এবং জুন মাসে ৫১৩২ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়।
চলতি অর্থবছরের জুলাই মাসে ৪৯৮১ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে ১ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত ১,২১১ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।
কাস্টম হাউসের রাজস্ব লক্ষ্যমাত্রা চিত্র পর্যালোচনায় দেখা যায়, ২০১৯-২০ অর্থবছরের তুলনায় ২০২০-২১ অর্থবছরে লক্ষ্যমাত্রা বেড়েছিলো ৬০০৫.৬ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবছরের তুলনায় ২০১৯-২০ অর্থবছরে বেড়েছিলো ৩,৯৬৫ কোটি টাকা। সেই তুলনায় চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা বেড়েছে গত অর্থবছরের তুলনায় ১১৩১ কোটি টাকা।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম বলেন, "করোনা পরিস্থিতিতেও চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। আমরা আশা করি চলতি অর্থবছরেও কাস্টস হাউসে রাজস্ব আদায়ে এই ধারাবাহিকতা অটুট থাকবে"।