চট্টগ্রাম বন্দরে যোগ হল নতুন দুটি কন্টেইনার স্ক্যানার
চট্টগ্রাম বন্দরে পণ্য পরীক্ষায় যুক্ত হলো দুটি নতুন স্ক্যানার মেশিন। চীন থেকে আমদানিকৃত ‘এফএস ৬০০০’ সিরিজের অত্যাধুনিক কনটেইনার স্ক্যানার মেশিন দিয়ে ঘন্টায় ১৫০ টি কার্গো (কন্টেইনার) স্ক্যান করতে পারবে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম বন্দরের এনসিটি (নিউমুরিং কন্টেইনার টার্মিনাল) তিন নম্বর গেইটে স্ক্যনার মেশিনের উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। বন্দরের জিসিবি ( জেনারেল কার্গো বার্থ) এক নম্বর গেইটে আরেকটি স্ক্যানার স্থাপন করা হয়।
চট্টগ্রাম কাস্টমস সূত্র জানায়, বর্তমানে চট্টগ্রাম বন্দরের জিসিবি (জেনারেল কার্গো বার্থ) ৪, জিসিবি ৫, সিসিটি (চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল) -২ নম্বর গেইটে তিনটি স্থায়ী কন্টেইনার স্ক্যানার মেশিন আছে। এর পাশাপাশি জিসিবি ২ এবং সিসিটি ২ গেইটে দুটি মোবাইল স্ক্যানার মেশিন রয়েছে। যেগুলো কন্টেইনারের কাছে গিয়ে স্ক্যানিং করতে সক্ষম। নতুন দুটি স্ক্যানার উদ্বোধন হওয়ার পর বন্দরে স্ক্যানিং মেশিনের সংখ্যা সাতটি।
উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, কন্টেইনার হ্যান্ডেলিংয়ের কাজটি করে বন্দর কর্তৃপক্ষ। কাস্টমস কর্তৃপক্ষ এখানে সহায়কের ভূমিকা পালন করে। পূর্বের স্ক্যানার মেশিনগুলো দিয়ে শুধুমাত্র আমদানি কন্টেইনার স্ক্যানিং করা হতো। নতুন দুটি স্ক্যানার মেশিনে আমদানি এবং রপ্তানি উভয় কন্টেইনার স্ক্যানিংয়ের সক্ষমতা রাখে। এর ফলে আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আসবে।
তিনি চট্টগ্রাম বন্দর এবং কাস্টম হাউজের কাজের মধ্যে আরো সমন্বয় হওয়া উচিৎ বলে মন্তব্য করেন।
এনবিআরের সদস্য (শুল্ক নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) খন্দকার মুহাম্মদ আমিনুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার মো. ফখরুল আলম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর এম শফিউল বারী প্রমুখ।