জনশক্তি রপ্তানিতে বাংলাদেশ ও ভারতকে টপকে শীর্ষে পাকিস্তান
জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতকে টপকে দক্ষিণ এশিয়া অঞ্চলের 'জনশক্তি রপ্তানি নেতায়' পরিণত হয়েছে পাকিস্তান। মহামারি সত্ত্বেও ২০২০ সালে দেশটির দুই লাখ ২৪ হাজার ৭০৫ জন নাগরিককে কাজের সুবাদে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়েছে।
একই সময়ে বাংলাদেশ থেকে ২ লাখ ১৭ হাজার ৬৯৯ জন এবং ভারত থেকে ৯৪ হাজার ১৪৫ জন শ্রমিক বিভিন্ন দেশে গেছে। পাকিস্তানের বৈদেশিক কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়ন-বিষয়ক মন্ত্রণালয় এসব তথ্য জানায়।
এক টুইটে মন্ত্রণালয়ের পক্ষ হতে বলা হয়, 'মহামারির প্রকোপ সত্ত্বেও ২০২০ সালে জনশক্তি রপ্তানিতে ভারত ও বাংলাদেশকে পেছনে ফেলে পাকিস্তান এই অঞ্চলে শীর্ষ জনশক্তি রপ্তানিকারক হয়ে উঠেছে'।
গত সপ্তাহে প্রকাশিত পাকিস্তানের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে, বর্তমানে বিশ্বের অর্ধশতাধিক দেশে ১১.৪৩ মিলিয়নের বেশি পাকিস্তানি কাজ করছে।
অর্থনৈতিক সমীক্ষায় আরও বলা হয়, পাকিস্তানি অভিবাসী শ্রমিকদের মধ্যে ৯৬ শতাংশই উপসাগরীয় আরব দেশগুলোয় কর্মরত রয়েছেন; সর্বোচ্চসংখ্যক পাকিস্তানি রয়েছেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে।
তবে মহামারির কারণে উপসাগরীয় আরব দেশগুলোসহ অন্যান্য দেশে অভিবাসনের হার কিছুটা কমেছে। সৌদি আরবে পাকিস্তানের ৬০ শতাংশ অভিবাসী শ্রমিক রয়েছেন; এরপরেই ২৪ শতাংশ শ্রমিক রয়েছেন সংযুক্ত আরব আমিরাতে এবং ৪.৬ শতাংশ ওমানে।
- সূত্র-এসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান (এপিপি)