জুনের মধ্যেই ৫,৭৭৬টি কৃষিযন্ত্র পাবে সারাদেশের কৃষক
চলতি অর্থবছরেই সারাদেশে কম্বাইন্ড হার্ভেষ্টর, রিপার, রাইস ট্রান্সপ্লান্টারসহ মোট ৫,৭৭৬টি কৃষি যন্ত্র বিতরণ করা হবে সারাদেশের কৃষকদের মধ্যে। চলতি বোরো মৌসুমে হাওড়ে ধান কাটা ও মাড়াইয়ের জন্য ৫১০টি কম্বাইন্ড হারভেস্টার ও ২৩১টি রিপার বিতরণ করা হবে।
মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে 'কৃষি যান্ত্রিকীকরণ' প্রকল্পের আওতায় সারা দেশে কৃষকের মাঝে কৃষিযন্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
৩ হাজার ২০ কোটি টাকার 'কৃষি যান্ত্রিকীকরণ' প্রকল্পের মাধ্যমে সারাদেশে ৫০ শতাংশ ও হাওর-উপকূলীয় এলাকায় ৭০ শতাংশ ভর্তুকিতে কৃষকদেরকে এসব কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে।
জানা গেছে, 'কৃষি যান্ত্রিকীকরণ' প্রকল্পের মাধ্যমে ২০২০-২১ অর্থবছর থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় ৫২ হাজার কৃষি যন্ত্রপাতি বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে। এ ধারাবাহিকতায় ২০২০-২১ অর্থবছরে এ প্রকল্পের অধীনে সারা দেশে ৫০০টি উপজেলায় ১৬১৭টি কম্বাইন্ড হারভেস্টার, ৭০১টি রিপার, ১৮৪টি রাইস ট্রান্সপ্লান্টারসহ মোট ৫,৭৭৬টি কৃষিযন্ত্র কৃষকের মাঝে বিতরণ করা হবে।
কৃষিমন্ত্রী মো: আব্দুর রাজ্জাক বলেন, 'সরকারের মূল লক্ষ্য হলো কৃষির আধুনিকায়ন ও লাভজনক করা। কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষিকে আধুনিকায়ন ও লাভজনক করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেছে। এই প্রকল্প হলো তার অনন্য উদাহরণ'।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ তার বক্তব্যে জানান, '৪৮ লাখ হেক্টর জমির বোরো ধানের পুরোটা যন্ত্র দিয়ে কাটতে পারলে ৫ হাজার ২৭১ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হতো'।