থাকার কথা কোটেড শিট, এসেছে টাইলস!
চীন থেকে চট্টগ্রাম বন্দরে ৫ কন্টেইনার কোটেড শিট আমদানির ঘোষণা দিয়ে আনা হয়েছে টাইলস। ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান কামাল স্টিল হাউসের নামে চালানটিতে ঘোষণা অনুযায়ী ১ লাখ ৬ হাজার ১৮০ কেজি কোটেড শিট থাকার কথা থাকলেও, পরীক্ষার পর ভেতরে পাওয়া গেছে ২৫ প্যাকেট টাইলস। চালানটি চট্টগ্রাম বন্দর থেকে খালাসের দায়িত্বে ছিলো চট্টগ্রামের ইউনিকো ইন্টারন্যাশনাল লিমিটেড।
চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর (অডিট ইনভেস্টিগেশন এন্ড রিসার্স) ইউনিট সূত্র জানায়, চীন থেকে আমদানি করা পণ্য চালনটিতে এক লাখ ৬ হাজার ১৮০ কেজি শিট আমদানির ঘোষণা করা হয়েছিল। চালানটিতে কাস্টমসের শুল্ক নির্ধারণ করা হয় ৪২ লাখ ২২ হাজার ৩৮০ টাকা। আর চালানটি খালাস করে নেওয়ার জন্য আমদানিকারকের পক্ষে চট্টগ্রাম কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল করে চট্টগ্রামের সিএন্ডএফ এজেন্ট ইউনিকো ইন্টারন্যাশনাল লিমিটেড। সোনালী ব্যাংকের কাস্টমস হাউস শাখায় শুল্কও পরিশোধ করে সিএন্ডএফ এজেন্ট।
গত ১৪ জুন কনটেইনার খুলে পরীক্ষার পর দেখা যায় সেখানে পাঁচটি কন্টেইনারের কোনোটিতেই ঘোষাণাকৃত শিট নেই। ৪০ ফুট দৈর্ঘ্যের এই পাঁচটি কনটেইনারের (সিএআইইউ ৩৩২৯২২৩, ডিএফএসইউ ১৩৪৯০৪৮, ডিএফএসইউ ২৬৫৫০৫২, আইএএইউ ২৬৯১৯৩০, আইএএইউ ২৭২০৩৪৪) ভেতরে প্রতিটিতে রয়েছে ৪৫ প্যাকেট করে ২২৫ প্যাকেট টাইলস ।
চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখার রাজস্ব কর্মকর্তা ইমরুল হোসাইন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, কোটেড শিট আমদানির ঘোষণা দিয়ে টাইলস নিয়ে আসার ঘটনা আমরা তদন্ত করে দেখছি। চীনের সরবরাহকারী প্রতিষ্ঠান ভুলে এমন ঘটনা ঘটিছে কিনা সেটিও আমরা বিবেচনায় রেখেছি। এ বিষয়ে কাস্টম আইন অনুযায়ী মামলা নথিভুক্ত করা হয়েছে।
সিএন্ডএফ এজেন্ট ইউনিকো ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর জাহাঙ্গীর আলম বলেন, পণ্য চালান খালাস নিতে গিয়ে দেখি কন্টেইনারে শিটের বদলে টাইলস। তাৎক্ষণিকভাবে আমদানিকারকে অবহিত করা হয়। চীনের সরবরাহকারী প্রতিষ্ঠানের ভুলে এরকম হয়েছে।