পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত
পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত সরকার। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির খাদ্যমন্ত্রী রাম বিলাস পাসওয়ান টুইটারে এ তথ্য জানিয়েছেন।
দেশটিতে চলতি মৌসুমে পেঁয়াজের উচ্চ ফলনের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে রাম বিলাস পাসওয়ান লেখেন, "পেঁয়াজের দাম স্থিতিশীল হওয়া এবং ফসলটির বাম্পার ফলনের কারণে সরকার এটি রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।"
গত বছরের শেষের দিকে ভারতের বিভিন্ন রাজ্যে বন্যার কারণে ফলন ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় বাজারগুলোতে পেঁয়াজের দাম অনেক বেড়ে যায়। এর জের ধরে সে বছরের সেপ্টেম্বরে বাংলাদেশসহ অন্য দেশগুলোতে পেঁয়াজের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেয় ভারত।