বাংলাদেশের সঙ্গে সরাসরি ব্যবসা শুরু করতে চায় ব্রাজিল
বাংলাদেশের সঙ্গে সরাসরি ব্যবসা শুরুর আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা দো অলিভেইরা জুনিয়র। দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি'র নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়ে তিনি এসব কথা বলেন। শনিবার (২ অক্টোবর) রাতে নগরে একটি হোটেলে এ সভা হয়।
ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, "প্রায় ৫০০ বছর পূর্বে রিও দে ক্যানিরো পোর্টের সাথে বাংলাদেশের সরাসরি ব্যবসা-বাণিজ্য চলমান ছিল। এখনো বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে প্রচুর সম্ভাবনা রয়েছে"।
এ জন্য দু'দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক তথ্য আদান-প্রদান এবং সম্পর্ক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ এবং চিটাগাং চেম্বারের সার্বিক সহযোগিতা কামনা করেন রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা দো অলিভেইরা জুনিয়র।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন "বর্তমানে ফার্মাসিউটিক্যালস, আরএমজিসহ অনেক বাংলাদেশী পণ্যের যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও সরাসরি বিজনেস চ্যানেল না থাকার কারণে ব্রাজিলে রপ্তানি করা সম্ভব হচ্ছে না। তৃতীয় দেশের পরিবর্তে ডাইরেক্ট বিজনেস চ্যানেল স্থাপনের মাধ্যমে আমদানি-রপ্তানি বাণিজ্যে উভয়দেশ অত্যন্ত উপকৃত হতে পারে।"
চেম্বার সভাপতি বাংলাদেশে মিরসরাইসহ নির্মাণাধীন অর্থনৈতিক অঞ্চলে ব্রাজিলিয়ান বিনিয়োগসহ আগামী দিনে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কাঙ্খিত অগ্রগতি প্রত্যাশা করেন।
সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের স্ত্রী সান্দ্রা এস্টিভেস দো এন্দ্রাদে, নভো গ্রপে'র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাফিজুর রহমান ও ব্যবস্থাপক আশরাফুজ্জামান চৌধুরী এবং ভাটিয়ারী গল্ফ ক্লাব'র সিইও লে. কর্ণেল মো. তৌফিকুল ইসলাম।