বিটিআরসিকে ২য় কিস্তির ২৭ কোটি ৬০ লাখ টাকা দিল রবি
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) ২য় কিস্তির ২৭ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করেছে বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি রবি। আদালতের নির্দেশ অনুযায়ী এ টাকা পরিশোধ করা হয়।
বুধবার টাকা পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিটিআরসির মিডিয়া সেলের সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান। তিনি জানান, গত ১৪ জানুয়ারি ২য় কিস্তির টাকা পরিশোধ করেছে রবি।
গত ৫ জানুয়ারি বিটিআরসির পাওনা ৮৬৭ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ টাকার মধ্যে ১৩৮ কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন হাইকোর্ট। পাঁচ মাসের মধ্যে পাঁচ কিস্তিতে এ টাকা পরিশোধ করতে বলেন আদালত।
এর আগে বিটিআরসির নিরীক্ষা দাবির সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে এক হাজার কোটি টাকা গত ২৩ ফেব্রুয়ারি পরিশোধ করেছে দেশের শীর্ষ মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। সুপ্রিমকোর্টের আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী এ অর্থ পরিশোধ করে প্রতিষ্ঠানটি।
এছাড়া মে'র মধ্যে আরও এক হাজার কোটি টাকা গ্রামীণফোনকে পরিশোধের নির্দেশ দেন আদালত।