বুধবার থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সাধারণ কর্মঘণ্টা
কোভিড -১৯ মহামারির চলাকালে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে আগামী ১১ই আগস্ট (বুধবার) থেকে দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানে স্বাভাবিক কর্মঘণ্টা পুনবর্হাল করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ মঙ্গলবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের জারি করা নোটিশে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর সকল শাখায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অফিস পুনরায় চালু করতে হবে।
এর আগে, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সকাল ১০টা-৬টার সাধারণ কর্মঘণ্টার পরিবর্তে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
১১ আগস্ট থেকে চলমান লকডাউন শিথিল হওয়ায় আর্থিক প্রতিষ্ঠানগুলোও স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাচ্ছে।
আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লকডাউন শিথিল করার সরকারি সিদ্ধান্তের পর বাংলাদেশ ব্যাংক আন্তঃব্যাংক চেক আদান-প্রদান প্রক্রিয়ার দৈনিক সময় পরিবর্তন করেছে।
মঙ্গলবার তফসিলি ব্যাঙ্কগুলোকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে, বড় অঙ্কের চেক (পাঁচ লাখ টাকা এবং তার বেশি) আদান-প্রদানের জন্য ১২টা থেকে ৩টা পর্যন্ত সময় ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নিয়মিত চেক (পাঁচ লাখ টাকার কম) আদান-প্রদানের ক্ষেত্রে দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) পদ্ধতি ব্যবহার করে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তবে শুল্ক পরিশোধ, ফি, চার্জ এবং আন্তঃব্যাংক লেনদেন বিকাল ৫টা পর্যন্ত চলতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নতুন সময়সূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবার দুটি সেশন অপরিবর্তিত থাকবে।
বুধবার থেকে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেনদেনের জন্য ব্যাংকগুলোর সকল শাখা খোলা রাখতে হবে। আর ব্যাংকারদের অফিসের কাজের জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংকে থাকতে হবে।