ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে (৭ জুলাই) বুধবার পর্যন্ত কঠোর লকডাউন শুরু হতে যাচ্ছে। এসময় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় কিছু বিধি-নিষেধ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়, ১ জুলাই ব্যাংক হলি ডে এবং ২ ও ৩ তারিখ সাপ্তাহিক ছুটি হওয়ায় ব্যাংক বন্ধ থাকবে। লকডাউনের বিধিনিষেধ চলাকালে প্রতি শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ প্রতি রোববার পর্যন্ত ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে দেশে আর্থিক খাতের প্রধান নিয়ন্ত্রক সংস্থাটি।
সপ্তাহের অন্যান্য দিন সকাল ১০টা থেকে বেলা ১.৩০ ঘটিকা পর্যন্ত চলবে ব্যাংকে লেনদেন। তবে লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম পরিচালনার সময় বেলা ৩টা পর্যন্ত করেছে বাংলাদেশ ব্যাংক।
সীমিত পরিসরে এই ব্যাংকিং কার্যক্রম চালু থাকাকালীন দেশের সকল ব্যাংকের প্রধান কার্যালয়ে যথাসম্ভব সীমিত লোকবল রাখার নির্দেশনাও দেওয়া হয়।
এছাড়া, ব্যাংক কর্মকর্তা- কর্মচারীদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।