মোবাইল ফোন ব্যবহারে ফের খরচ বাড়ছে
বিদায়ী অর্থবছরের মতো নতুন অর্থবছরেও মোবাইল ফোনের মাধ্যমে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়তে যাচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব পেশ করেন।
এতে ২০২০-২১ অর্থবছরের জন্য বাজেটে মোবাইল সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে সেবার বিপরীতে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়। ফলে মোবাইলে কথা বলা, এসএমএস পাঠানো এবং ইন্টারনেট ব্যবহারের খরচ আগের তুলনায় বেড়ে যাবে।
বিদায়ী ২০১৯-২০ অর্থবছরেও একই হারে মোবাইলের সম্পূরক শুল্ক বাড়িয়েছিলো সরকার। ২০১৯-২০ অর্থবছরে মোবাইল সেবার বিপরীতে সম্পূরক শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছিল। আর নতুন অর্থবছরে তা করা হয়েছে ১৫ শতাংশ। ফলে বাড়তি কর টেলিযোগাযোগ কোম্পানিগুলো নিজেরা বহন না করলে চাপ বাড়বে গ্রাহকের ওপর।
সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়লে মোবাইল ফোনের মাধ্যমে কেউ যদি ১০০ টাকার সেবা নিতে চান, তাহলে ৭৫ টাকা ৩ পয়সার সেবা নিতে পারবেন। বাকী ২৪ টাকা ৯৭ পয়সা যাবে সরকারের কোষাগারে।