শিক্ষায় বরাদ্দ বাড়ল ৫ হাজার কোটি টাকা
মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতে শিক্ষার ব্যাঘাত ঘটায়, ক্ষতি পুষিয়ে নিতে বিদায়ী অর্থবছরের তুলনায় এই খাতে আরও পাঁচ হাজার কোটি টাকা বেশি বরাদ্দ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মহামারি করোনাভাইরাসের মধ্যে বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব পেশ করেন যার আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।
প্রস্তাবিত এই বাজেটে, নতুন অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় (দুই বিভাগ) মিলিয়ে শিক্ষা খাতে মোট ৬৬ হাজার ৪০১ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে যার পরিমাণ ছিল ৬১ হাজার ১১৪ কোটি টাকা।
বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী বলেন, "শিক্ষার উন্নয়নকে বেগবান করতে আমরা এখন জোর দিচ্ছি শিক্ষার গুণগত মানোন্নয়ন ও উচ্চশিক্ষায় গবেষণার ওপর।"
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৪ হাজার ৯৪০ কোটি টাকা। বিদায়ী অর্থবছরে যার পরিমাণ ছিল ২৪ হাজার ৪০ কোটি টাকা।
শিক্ষাখাতের মোট বাজেট বরাদ্দ থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় পাবে ৩৩ হাজার ১১৭ কোটি টাকা, বিদায়ী অর্থবছরে যা ছিল ২৯ হাজার ৬২৪ কোটি টাকা।
কারিগরি ও মাদ্রাসা বিভাগের জন্য বিদায়ী অর্থবছরে বরাদ্দ ছিল ৭ হাজার ৪৫০ কোটি টাকা। এবারের বাজেটে তা বাড়িয়ে ৮ হাজার ৩৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির ব্যবহার সুবিধা বাড়াতে এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দুটি করে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ ইন্টারনেট সংযোগ দেওয়া হবে বলে ঘোষণা দেন অর্থমন্ত্রী।
পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ছয় লাখ শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছে; নতুন অর্থবছরে এ বৃত্তির সংখ্যা বাড়িয়ে ১ লাখ ৮৭ হাজার করার ঘোষণা দেন অর্থমন্ত্রী।