সরকারের ব্যাংক ঋণ ১৭ শতাংশ বেড়েছে
দেশে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় সরকারের ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া ঋণের পরিমাণ বেড়েছে। চলতি ২০২১-২২ অর্থবছরে প্রথম তিন মাস জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৭ শতাংশ সরকারের ঋণগ্রহণ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০২০-২১ অর্থবছরের সেপ্টেম্বরে সরকারের ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া ঋণের পরিমাণ ছিল এক লাখ ৭৬ হাজার ৩৮৬ কোটি টাকা। যা চলতি অর্থবছর ২০২১-২২ এর সেপ্টেম্বর শেষে বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ৫১৩ কোটি টাকা।
এদিকে চলতি অর্থবছরের তিন মাস শেষে সরকার ব্যাংক ঋণ নিয়েছে ১৪ হাজার ১২১ কোটি টাকা। একইসময়ে, কেন্দ্রীয় ব্যাংকে ঋণ পরিশোধ করেছে ৯ হাজার ৫২৪ কোটি টাকা। নীট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৫৮৭ কোটি টাকা। অর্থাৎ সরকারের লক্ষ্যমাত্রার প্রায় ৬ শতাংশ।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, 'ব্যাংকির খাতের ঘাটতি পূরণে সরকার সেখান থেকে নেওয়া ঋণ পরিশোধ করছে এটি অর্থনীতির জন্য ইতিবাচক দিক।'
'সরকারের অর্থনৈতিক অবস্থা ভালো থাকায় ব্যাংকগুলো থেকে ঘাটতি বাজেটে মেটাতে ঋণ কম নিচ্ছে। একইসঙ্গে ঋণ পরিশোধ বাড়িয়ে দিয়েছে,' বলেও মন্তব্য করেন তিনি।
সরকার চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটে ঘাটতি ধরেছে দুই লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। যা মোট জিডিপির ৬ দশমিক ২ শতাংশ। বাজেটের আয়-ব্যয়ের বিশাল ঘাটতি পূরণে প্রধান ভরসাস্থল ব্যাংক খাত। এবারও ঘাটতি পূরণে ব্যাংক খাত থেকে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা নেওয়ার পরিকল্পনা করেছে সরকার।
নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সরকারি ঋণের আরেকটি বড় উৎস, সঞ্চয়পত্রের মোট বিক্রি ৫৪ শতাংশ কমে যায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, জুলাইয়ে মোট দুই হাজার ১০৪ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, যা মাত্র একমাস আগে জুনে ছিল চার হাজার ৫৭৩ কোটি টাকা।
চলতি অর্থবছরের প্রথম মাসে ব্যাংকিং খাতে ডিপোজিটের পরিমাণ ছিল পাঁচ হাজার ৩৬৫ কোটি টাকা, যা গত অর্থবছরের জুলাই এর চেয়ে ৩৮.৩৭ শতাংশ কম।