সুতার বাজার আরো অস্থির হওয়ার আশঙ্কা আমদানিকারকদের
বৈশ্বিক তুলার বাজারে গত কয়েক মাস ধরে চলে আসা অস্থিরতা সহসাই কমার কোনো লক্ষণ দেখছেন না তুলা আমদানিকারকরা। দাম বাড়তে পারে বলেও জানিয়েছেন তারা। এ পরিস্থিতিতে দেশের প্রধান রপ্তানিপণ্য তৈরি পোশাকের মূল কাঁচামাল সুতা ও বস্ত্রের মূল্য বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে রপ্তানিকৃত পোশাকের দরদাম করার পরামর্শ দিয়েছেন তুলা আমদানিকারক ও টেক্সটাইল মিল মালিকরা।
সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের (বিসিএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা পোশাক রপ্তানিকারকদের প্রতি এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে কটন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ছাড়াও টেক্সটাইল ও পোশাক খাতের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় বাজারে সুতার অস্বাভাবিক দর বৃদ্ধি ঠেকাতে বিদ্যমান শুল্ক প্রত্যাহার করার আলোচনা নিয়ে টেক্সটাইল মিল মালিক ও টেরিটাওয়েল রপ্তানিকারকদের মধ্যে নিজেদের অবস্থান ব্যাখ্যা নিয়ে কিছুটা বাহাসও হয়।
বিসিএ'র সভাপতি মোহাম্মদ আইয়ুব গত দুই মাসে তুলার দাম বৃদ্ধির চিত্র ও তুলার ব্যবহার বেড়ে যাওয়ার সম্ভাবনার তথ্য তুলে ধরেন। তিনি বলেন, আগামীতে তুলার দাম কমবে কি না, তা নিয়ে আমরা সন্দিহান।
কটনের এ অবস্থা কেবল বাংলাদেশের জন্য নয়, যেসব দেশ তুলা উৎপাদন ও ব্যবহার করে, তাদেরও তুলা প্রাপ্তিতে সমস্যা হচ্ছে। এর সঙ্গে কন্টেইনার, জাহাজ ভাড়া, বন্দরের যানজটের কারণে ব্যয় বেড়ে যাওয়া তথা লজিস্টিকের অব্যবস্থাপনাও দায়ী।
সংবাদ সম্মেলন শেষে মোহাম্মদ আইয়ুব দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "তুলার বাজার এখন অস্থির। কখন কী হয়, বলা যাচ্ছে না। এই সময়ে প্রতি পাউন্ড তুলার দাম বেড়েছে ২০ থেকে ২৫ সেন্ট। দুই মাস আগে যে তুলার দাম ছিলো প্রতি পাউন্ড ৯০ থেকে ৯৫ সেন্ট, এখন তার সিএন্ডএফ মূল্য ১.১৭ ডলার। সিএন্ডএফ মূল্য হলো বন্দরে আসা পর্যন্ত দর।
সংবাদ সম্মেলনে টেক্সটাইল মিল মালিক ও পোশাক এবং টেরিটাওয়েল রপ্তানিকারকদের মধ্যে আস্থার সংকটের বিষয়টি উঠে আসে।
বাংলাদেশ টেরিটাওয়েল ম্যানুফেকচারার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিটিটিএলএমইএ)-এর চেয়ারম্যান শাহাদাত হোসেন সোহেল সুতার মূল্য বৃদ্ধি ঠেকাতে আমদানি সহজ করার লক্ষ্যে আমদানি মূল্যের উপর বিদ্যমান ৩৭ শতাংশ কর প্রত্যাহারের ওপর জোর দেন।
এর বিরোধিতা করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর প্রতিনিধি মনসুর আহমেদ বলেন, শুল্ক প্রত্যাহার করা হলে স্থানীয় শিল্প সমস্যায় পড়বে। স্থানীয় বিপুল বিনিয়োগের মিলগুলোর দায়িত্ব কে নেবে?
বিটিএমএ-র ভাইস প্রেসিডেন্ট ফজলুল হক প্রেস ব্রিফিং শেষে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বিশ্ববাজারে তুলার দাম বাড়ছে। পোশাক রপ্তানিকারকরা ক্রেতাদের সঙ্গে দরদাম করে দাম বাড়াতে না পারলে বিপদে পড়বেন।
সভায় বিজিএমইএ'র সহ সভাপতি শহীদুল্লাহ আজিম, বিকেএমইএ'র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।