স্মার্টফোন ব্যবসার অংশবিশেষ বিক্রি করে দেবে হুয়াওয়ে
চীনা মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে তাদের অনার স্মার্টফোনের ব্র্যান্ডের কিছু অংশ বিক্রির জন্য ডিজিটাল চায়না গ্রুপ সহ আরও কিছু প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির আলোচনা শুরু করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫ বিলিয়ন ইউয়ান (৩.৭ বিলিয়ন ডলার) মূল্যে এই বিক্রির চুক্তি স্বাক্ষর হতে পারে।
হুয়াওয়ের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে প্রতিষ্ঠানটি তাদের বাজেট নিয়ে চিন্তিত থাকায় অনার ছাড়া অন্যান্য পণ্যের ওপর অগ্রাধিকার দেওয়ার কথা ভাবছে। বিক্রির সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি, তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন অনার ব্র্যান্ড এবং সংশ্লিষ্ট সাপ্লাই চেইন ব্যবসা এই চুক্তির অন্তর্ভুক্ত হতে পারে। বিক্রির মূল্যায়নও এখনো নির্ধারিত হয়নি, তবে ১৫-২৫ বিলিয়ন ইউয়ানের মধ্যেই হতে পারে এই চুক্তি।
সম্ভাব্য ক্রেতাদের মধ্যে ডিজিটাল চায়নার নাম বেশি শোনা যাচ্ছে। এ তালিকায় আরও রয়েছে টিসিএল ও শাওমি।
বিশ্বের বৃহত্তম টেলিযোগাযোগ সরঞ্জাম নির্মাণকারী এবং দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাণকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। টিসিএল, ডিজিটাল চায়না এবং শাওমিও এখন পর্যন্ত মুখ খুলেনি।
২০১৩ সালে হুয়াওয়ে অনার ব্র্যান্ড প্রতিষ্ঠা করে; তবে স্বাধীনভাবেই এর কার্যক্রম পরিচালিত হয়।
টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের বিশ্লেষক কুও মিং-চি জানান, হুয়াওয়ে অনার ব্র্যান্ড বিক্রির চিন্তা করলে তা অনার ব্র্যান্ড ও চীনের এ সংক্রান্ত ব্যবসাখাতের জন্য মঙ্গলজনক হবে।
গত মে মাসে হুয়াওয়ের চিপ সংক্রান্ত ব্যবসায়ের ব্যাপারে নতুন নীতি প্রণয়ন করে যুক্তরাষ্ট্র। ফলে ফাইভজি নেটওয়ার্ক ও স্মার্টফোনের জন্য অত্যাবশ্যক উপাদান চিপের আমদানি সংকটে পড়ে হুয়াওয়ে।
অনার ব্র্যান্ড অনলাইনে নিজস্ব সাইটের মাধ্যমে তাদের স্মার্টফোন বিক্রি করে। চীনে শাওমি, ভিভো ও অপ্পোর অন্যতম প্রতিদ্বন্দ্বী এই ব্র্যান্ড। দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ইউরোপেও জনপ্রিয় এই ব্র্যান্ডের স্মার্টফোন।
গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের তথ্যমতে, এ বছরের দ্বিতীয় প্রান্তিকে হুয়াওয়ের বিক্রি করা মোট স্মার্টফোনের ১৪.৬ মিলিয়নই অনার স্মার্টফোন, যা মোট বিক্রি করা স্মার্টফোনের ২৬ শতাংশ।
তবে এ ধরনের স্মার্টফোন বিক্রির লভ্যাংশও কিছুটা কম। গত বছরের বার্ষিক ৭০-৮০ বিলিয়ন ইউয়ান আয়ে অনারের লভ্যাংশ ছিল ৫ বিলিয়ন ইউয়ানেরও কম।
- সূত্র: রয়টার্স