২৩ ই-কমার্স কোম্পানির ব্যাংক হিসাবের তথ্য চায় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট
ডিজিটাল প্ল্যাটফর্মে বাণিজ্য জড়িত ২৩টি প্রতিষ্ঠান ও তাদের ২৯ জন নির্বাহীর ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য জানাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ)।
আলোচিত প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে দারাজ ও প্রিয় শপ।
এব্যাপারে গতকাল মঙ্গলবারই নির্দেশনামূলক চিঠি পাঠানোর বিষয়টি জানান বিএফআইইউ এর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
নির্দেশনায় এসব প্রতিষ্ঠানের ব্যাপারে যাবতীয় তথ্য জানাতেও ব্যাংকগুলোকে বলা হয়েছে।
দেশের অনেক ই-কমার্স কোম্পানির প্রতারণা সম্প্রতি দেশজুড়ে আলোচিত সংবাদে পরিণত হয়। কিছু প্রতিষ্ঠান গ্রাহকদের থেকে অগ্রিম অর্থ নিলেও, তাদের পণ্য ডেলিভারি বা টাকা ফেরত দেয়নি। এনিয়ে সরকারি তৎপরতা শুরু হওয়ার পরই কেন্দ্রীয় ব্যাংক থেকে এমন পদক্ষেপ নেওয়া হলো।
ব্যাংকগুলোর কাছে পাঠানো চিটিতে ইনফিনিটি মার্কেটিং, অ্যানেক্স ওয়ার্ল্ডওয়াইড, স্বাধীন, আকাশনীল, শ্রেষ্ঠ ডটকম, আলিফ ওয়ার্ল্ড, বাংলাদেশ ডিল এবং ই- শপ ইন্ডিয়া নামক কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে আর্থিক গোয়েন্দা ইউনিট।
এদিকে দেশের গোয়েন্দা সংস্থাগুলো ৪৯টি ই-কমার্স প্ল্যাটফর্মকে কালো তালিকাভুক্ত করেছে বলে গত সোমবার জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম শফিকুজ্জামান। তিনি মন্ত্রিপরিষদের ই-কমার্স বিষয়ক কমিটিরও প্রধান।
অতিরিক্ত সচিব বলেন, 'গোয়েন্দা সংস্থাগুলো এসব কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে। তালিকাটি আমরা বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটে পাঠাব।'
দেশের ই-কমার্স খাতে সবচেয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করেছে ইভ্যালি, ইঅরেঞ্জ এবং ধামাকার মতো বেশকিছু কোম্পানি।
এসব প্রতারণা বন্ধ করে ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংকের এস্ক্রো সার্ভিস ব্যবহারের মাধ্যমে সরকার ডিজিটাল বাণিজ্য ব্যবস্থাপনার নতুন গাইডলাইনও জারি করেছে।
সাধারণ ক্রেতা ও মার্চেন্টদের ভবিষ্যতে আর্থিক লোকসানের হাত থেকে বাঁচাতে এরপর মন্ত্রিপরিষদের ই-কমার্স বিষয়ক কমিটিও গঠন করা হয়।