৫ শতাংশ স্টক লভ্যাংশ দেবে ন্যাশনাল ব্যাংক
গত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ব্যাংক।
বুধবার (৩০ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
আগামী ৩০ সেপ্টেম্বর সকাল ১১টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য হয়েছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ আগস্ট।
উল্লেখ্য, সর্বশেষ বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয় ১ টাকা ১৮ পয়সা; এর আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৩৪ পয়সা। এছাড়া এর আগের বছর ব্যাংকটির এককভাবে শেয়ার প্রতি আয় হয়েছিল টাকা ১৬ পয়সা।