এসএমই বোর্ডে লেনদেনের ন্যূনতম বিনিয়োগসীমা বাড়িয়ে ৩০ লাখ টাকা করলো বিএসইসি
স্মল ক্যাপিটাল প্ল্যাটফর্ম বোর্ডে শেয়ার লেনদেনে সর্বনিম্ন বিনিয়োগসীমা ২০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩০ লাখ টাকা নির্ধারণ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গতকাল বুধবার কমিশনের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অনতিবিলম্বে কার্যকর হবে।
তবে যেসব বিনিয়োগকারী ইতোমধ্যে ২০ লাখ টাকার পোর্টফোলিও নিয়ে এসএমই বোর্ডে তালিকাভুক্ত কোম্পানীর শেয়ার কেনাবেচা করছেন, তাদের বিনিয়োগ ৩০ লাখ টাকায় উন্নীত করতে তিন মাস সময় দিয়েছে কমিশন।
২০২১ সালের শেষ দিকে চালু হওয়া স্বল্প মূলধনী কোম্পানী নিয়ে স্মলক্যাপ বোর্ডে শেয়ার লেনদেনে যোগ্য বিবেচিত হতে পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানীর শেয়ারে এক কোটি টাকা বিনিয়োগের বাধ্যবাধকতা ছিল।
ওইসময় যোগ্য বিনিয়োগকারীকে নির্দিষ্ট ফরম পূরণের মাধ্যমে স্মলক্যাপে লেনদেনের আগ্রহ প্রকাশ করতে হতো।
তবে মূলধন সংকট ও বিনিয়োগকারীর সংখ্যা কম হওয়ায় স্মলক্যাপ খুব একটা জনপ্রিয় হয়নি।
পরবর্তী স্মলক্যাপে শেয়ার লেনদেন সহজ ও বিনিয়োগের সীমা কমিয়ে ৫০ লাখ টাকা নির্ধারণ করা হয়।
তাতেও খুব একটা সাড়া না পাওয়ায় সর্বনিম্ন বিনিয়োগের সীমা কমিয়ে ২০ লাখ টাকা নির্ধারণ করা হয়।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ডলারের অব্যাহত দাম বৃদ্ধির কারণে মন্দাবস্থার তৈরী হলেও স্মলক্যাপ কোম্পানীর শেয়ার দাম বৃদ্ধি ও লেনদেন চিত্র ছিল পুরোটাই ভিন্ন।
ফলে বিনিয়োগকারীদের একটি অংশের অভিযোগ ছিল, স্মলক্যাপ কোম্পানীর শেয়ার সংখ্যা কম ও ব্যবসায়িক পরিস্থিতি ভালো না হলেও কারসাজির ঘটনা ঘটছে। ফলে কিছু কিছু কোম্পানীর শেয়ার দাম কয়েকগুণ পর্যন্ত বৃদ্ধি পায়। এরপরই কমিশন নতুন সিদ্ধান্ত নিলো।