দুর্বল ১০টি ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ পর্যবেক্ষণ
ব্যাংকিং খাতের সুশাসন প্রতিষ্ঠায় ব্যাংকিং ব্যবস্থায় অপেক্ষাকৃত দুর্বল দশটি ব্যাংকসমূহকে চিহ্নিত করে রেটিং করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (৪ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে গভর্নর আবদুর রউফ তালুকদার বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, চারটি বিষয়ের ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়। তাদের শ্রেণিকৃত ঋণ, মূলধন পর্যাপ্ততা, ঋণ-আমানত অনুপাত এবং প্রভিশনিং এর পরিমাণকে বিবেচনায় নেওয়া হয়।
কোন দশটি ব্যাংককে চিহ্নিত করা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে গভর্নর বলেন, 'আমরা এ বিষয়টি বলতে পারছি না। আমাদের লক্ষ্য ব্যাংকগুলোকে এ রেটিংসের মাধ্যমে সাবলীল করে তোলা। কারণ একটা ব্যাংক খারাপ করলে, তার প্রভাব আরেকটা ব্যাংকের উপর পরবে'।
তিনি বলেন, ঋণ ব্যবস্থাপনায় ব্যাংকগুলির সিদ্ধান্তের বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে- স্বচ্ছতা আর জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য ঋণ পুনঃতফসিলিকরণ ও পুনর্গঠন সংক্রান্ত মাস্টার সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকালও সেই সার্কুলার পুনরায় কিছুটা স্পষ্ট করা হয়েছে। কয় কিস্তি পরিশোধে ব্যর্থ হলে খেলাপি হবে, তাও নির্ধারণ করা হয়েছে।
গভর্নর বলেন, চিহ্নিত দুর্বল ব্যাংকগুলির সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংক তাদের সাথে 'ওয়ান-টু-ওয়ান' ভিত্তিতে আলোচনা শুরু করছে। এক্ষেত্রে ব্যাংকগুলি একটি ৩ বছর মেয়াদি ব্যবসায়ীক পরিকল্পনা জমা দেবে, যার অগ্রগতি বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যবেক্ষণ করবেন।