আজ থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি
সোমবার থেকে সারাদেশে ভর্তুকি মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের অক্টোবর মাসের বিক্রয় কার্যক্রম শুরু করবে। এ সময় প্রতিষ্ঠানটি সয়াবিন তেল, চিনি, মসুর ডাল ও পেঁয়াজ বিক্রি করবে।
রবিবার টিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে নিয়মিত পণ্য বিক্রি করা হচ্ছে। সোমবার থেকে এই মাসের বিক্রয় কার্যক্রম শুরু হবে।
টিসিবি থেকে একেকজন ফ্যামিলি কার্ডধারী ক্রেতা ৫৫ টাকায় এক কেজি চিনি, ৬৫ টাকায় দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা হিসেবে দুই লিটার করে সয়াবিন তেল ও ২০ টাকা কেজি দরে ২ কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন।
টিসিবির আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান মো. হুমায়ুন কবির সাক্ষরিত এক সংবাদ বিপ্তপ্তিতে এ তথ্য জানানো হয়।