টিসিবিও বাড়ালো চিনি, মশুর ডালের দাম
বাজারে যখন চড়া দামে মানুষকে সবকিছুর কিনতে হচ্ছে তখন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তার ভর্তুকি মূল্যের পণ্যের দামও বাড়িয়ে দিল।
টিসিবি বলছে, এখন থেকে প্রতি কেজিতে ৫ টাকা বেশি দিয়ে চিনি কিনতে হবে ৬০ টাকায় আর মশুর ডালের দাম ৭০ টাকা। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় টিসিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে। তবে চিনি ও ডালের দাম বাড়লেও সয়াবিন তেল আগের দামেই আছে। প্রতি লিটার কেনা যাবে ১১০ টাকা দরে।
টিসিবি নিম্নআয়ের মানুষদের মধ্যে ভর্তুকি মূল্যে তেল, চিনি, ডাল বিক্রি করছে। সারাদেশে এক কোটি ফ্যামিলি কার্ডও বিতরণ করা হয়েছে। এরই নতুন একটি কিস্তিতে এসব পণ্য বিক্রি শুরু হচ্ছে বুধবার থেকে।
শুধুমাত্র ফ্যামিলি কার্ডধারীরা নির্ধারিত ডিলারের দোকান থেকে এ সব পণ্য কিনতে পারবে। একজন সর্বোচ্চ ১ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে পারবেন।