অফশোর ব্যাংকিং থেকে ব্যাংকগুলোর ফান্ড নেওয়ার সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক
সরকার কর্তৃক ক্যাপিটাল মেশিনারি, শিল্পের কাঁচামাল এবং আমদানির মূল্য পরিশোধের ক্ষেত্রে ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং থেকে ফান্ড সংগ্রহের সময়সীমা চলতি বছরের জুন পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নীতি অনুযায়ী, ব্যাংকগুলো অফশোর ব্যাংকিং থেকে রেগুলেটরি ক্যাপিটালের ২৫% সমপরিমাণ অর্থ সংগ্রহ করতে পারে। নতুন করে সময় বাড়ানোর আগে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ নীতিমালা কার্যকর ছিল।
বাংলাদেশ ব্যাংকের ফরেইন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট বুধবার এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, "এ নীতির ফলে ব্যাংকগুলো অফশোর ব্যাংকিং থেকে ডলার সাপোর্ট নিতে পারে। এটি বর্তমানে চলা ডলারের লিকুইডিটি ক্রাইসিসকে কিছুটা সাপোর্ট দিবে।"
বেসরকারি একটি ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান বিষয়টি ব্যাখ্যা করে বলেন, "বিদেশি ব্যাংকগুলো অনেক সময় আমাদের ব্যাংকগুলোকে লিকুইডিটি সাপোর্ট দেয়। নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলো বিদেশি ব্যাংক থেকে তাদের রেগুলেটরি ক্যাপিটালের সর্বোচ্চ ২৫% এর সমান অর্থের ডলার সংগ্রহ করতে পারবে।"
তবে এই সিদ্ধান্তটিকে সাময়িক সমাধান হিসেবে অভিহিত করেছেন এ ব্যাংকার।