অক্টোবর-ডিসেম্বরে সবুজ অর্থায়নে ঋণ বিতরণ বেড়েছে ১২৭%
গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে সবুজ অর্থায়ন খাতে ব্যাংক ও এনবিএফআই গুলোর ঋণ বিতরণ আগের বছরের একই সময়ের তুলনায় ১২৭% বেড়েছে।
এই সময়ে মোট ৬১ ব্যাংকের মধ্যে ৩৬টি ব্যাংক এবং ৩৪টির মধ্যে ১১টি এনবিএফআই এর এক্সপোজার ছিল সবুজ অর্থায়নে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে থেকে জানা গেছে, ব্যাংক ৪০৫১ কোটি টাকা ও এনবিএফআই ৬২৭ কোটি টাকা বিনিয়োগ করেছে এ খাতে।
ডিসেম্বরের শেষে এ খাতে বকেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫,৪০৬ টাকা, যা ঋণদাতাদের মোট বকেয়া মেয়াদি ঋণের প্রায় ৭ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংক ও এনবিএফআইগুলোকে তাদের ঋণের অন্তত ৫% সবুজ অর্থায়ন খাতে বিতরণ করতে হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ২০২২ সালের চার প্রান্তিকেই এ লক্ষ্যমাত্রা অর্জন করেছে।
স্বীকৃত সবুজ খাতগুলোর মধ্যে রয়েছে নবায়নযোগ্য শক্তি, এনার্জি এফিসিয়েন্সি, বিকল্প শক্তি, তরল বর্জ্য ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহারযোগ্য পণ্যের পুনর্ব্যবহার এবং উৎপাদন, পরিবেশ-বান্ধব ইট উৎপাদন, সবুজ/পরিবেশ-বান্ধব স্থাপনা, সবুজ কৃষি, সবুজ সিএমএসএমইসহ আরও অনেক কিছু।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তা টিবিএসকে বলেন, "ব্যাংক এবং এনবিএফআই উভয়ই সবুজ অর্থায়নে ভাল পারফর্ম করছে। কেন্দ্রীয় ব্যাংকও বেশ কয়েকটি পুনঃঅর্থায়ন প্রকল্পের মাধ্যমে এই ধরনের অর্থায়নের প্রচারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। এ অর্থায়নের মাধ্যমে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৫% সুদের হার অফার করা হয়। ব্যাংক তাদের নিজস্ব তহবিলও ব্যবহার করে।"
২০২৫ সালের মধ্যে এসব প্রচেষ্টা সুফল দেখা যাবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, "আমাদের কাছে ১১টি সবুজ-অর্থায়নকৃত প্রকল্পের রিপোর্ট রয়েছে। এতে দেখা যায়, প্রকল্পগুলো প্রতি বছর ১,৭০০ টন কার্বন নিঃসরণ কমিয়েছে। সব প্রকল্পের রিপোর্ট পেলে দেখা যাবে, এর পরিমাণ আরো কম।"
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ডিসেম্বর ত্রৈমাসিকে ১৯টি ব্যাংক এবং ৯টি আর্থিক প্রতিষ্ঠান সবুজ অর্থায়নের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে।
এর মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যমুনা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এবং জনতা ব্যাংক শীর্ষ ৫ অর্জনকারী। অন্যদিকে আভিভা ফাইন্যান্স, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড, এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তাদের মেয়াদী ঋণের শতভাগ সবুজ অর্থায়নে বিতরণ করেছে।