কেজিতে ১০ টাকা বাড়লো টিসিবির চিনির দাম
চিনির বাজারে ব্যাপক অস্থিরতার মধ্যে সরকার কেজিতে ১৬ টাকা দাম বাড়িয়ে চিনি বিক্রির অনুমতি দিয়েছে ব্যবসায়ীদের। এ ধারাবাহিকতায় এবার সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভর্তুকি মূল্যের বিক্রয় কার্যক্রমে কেজিতে চিনির দাম ১০ টাকা বাড়িয়েছে।
শনিবার মে মাসে টিসিবি এক কোটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মধ্যে পণ্য বিক্রি ঘোষণার কথা জানায়। আজ থেকে এ বিক্রয় কার্যক্রম শুরু হবে। টিসিবির আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান মো. হুমায়ুন কবির সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
টিসিবির ঘোষণায় বলা হয়, এবারে প্রতি কেজি চিনি ৭০ টাকায় বিক্রি করা হবে, যা এতদিন ৬০ টাকা ছিল। অবশ্য বাজারে এখন চিনির ব্যাপক সরবরাহ সংকট রয়েছে। চিনি বিক্রি হচ্ছে ১৩৫-১৪০ টাকায়। যদিও সরকার খোলা চিনি ১২০ টাকা এবং প্যাকেট চিনি ১২৫ টাকা নির্ধারণ করে দিয়েছে।
চিনির পাশাপাশি টিসিবি মশুর ডাল ৭০ টাকা এবং সয়াবিন তেল ১১০ টাকা লিটার হিসেবে বিক্রি করবে। বিক্রয় কার্যক্রম শুরু পর থেকে কার্ডধারীরা নির্দিষ্ট এলাকার টিসিবির ডিলারদের কাছ থেকে এই পণ্যগুলো ভর্তুকি মূল্যে কিনতে পারবেন।
এর আগে গত ডিসেম্বরে মশুর ডাল ও চিনির দাম কেজিতে ৫ টাকা বাড়িয়েছিল টিসিবি। তখন ৫৫ টাকার চিনি ৬০ করা হয়।