২০২৩-২৪ অর্থবছরে বার্ষিক গড় মূল্যস্ফীতি হতে পারে ৬% এর কাছাকাছি: অর্থমন্ত্রী
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে এবং বার্ষিক গড় মূল্যস্ফীতি ৬ শতাংশের কাছাকাছি দাঁড়াবে বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল; আজ বৃহস্পতিবার (১ জুন) ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা বলেন তিনি।
বাজেট বক্তৃতা অনুযায়ী, ২০০৭-০৮ অর্থবছরে মূল্যস্ফীতির হার ছিল ১২.৩%। ২০২১-২২ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল ৬.৭৫% এর মধ্যে। এমনকি চলতি অর্থবছরেও গড় মূল্যস্ফীতি ছিল ৬.১৫ শতাংশ।
যদিও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মুদ্রাস্ফীতি বেড়েছে, সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং জনগণের উপর এর প্রভাব কমানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
"বিশ্ববাজারে জ্বালানি, খাদ্য ও সারের মূল্য হ্রাস, অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দামের সমন্বয় এবং খাদ্য ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার সরকারি উদ্যোগের কারণে মূল্যস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে," বলেন তিনি।
অর্থমন্ত্রী আরো বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে বিগত ১৪ বছরে বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধি পেলেও সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।