ইআইইউ’র আর্থিক ঝুঁকি মূল্যায়নে পাকিস্তান, শ্রীলঙ্কার পেছনে বাংলাদেশ
ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) এর প্রকাশিত এক সাম্প্রতিক প্রতিবেদনে দক্ষিণ এশিয়ায় আর্থিক ঝুঁকির মূল্যায়নে (ফিন্যান্সিয়াল রিস্ক অ্যাসেসমেন্ট) বাংলাদেশকে পাকিস্তান ও শ্রীলঙ্কার পেছনে রাখা হয়েছে।
প্রতিবেদনে লন্ডন-ভিত্তিক ইআইইউ বলেছে, এশিয়ায় আর্থিক ঝুঁকি হ্রাস পেলেও বেশ কয়েকটি দেশ, বিশেষ করে শ্রীলঙ্কা ও পাকিস্তান দুর্বল অবস্থানে আছে।
বাহ্যিক অর্থায়নের রিকোয়্যারমেন্ট অ্যাসেসমেন্টের বিষয়ে ইআইইউ জানিয়েছে, এসব রিকোয়্যারমেন্ট পূরণে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬০% পর্যন্ত কমতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে রাজস্ব ঘাটতি জিডিপির ৫% এর বেশি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য থেকে দেখা গেছে, ২০২২-২৩ সালে দেশের বাজেট ঘাটতি জিডিপির ৫.১% এ সংশোধন করা হয়েছিল।
এদিকে, দেশের পাবলিক ঋণের সাথে জিডিপি অনুপাত এ অর্থবছরে ৪০% এর কম হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
বাংলাদেশে জিডিপির শতাংশ হিসাবে বৈদেশিক মুদ্রা-নির্ধারিত পাবলিক ঋণ বর্তমানে ১০-৩০% এর মধ্যে।
প্রতিবেদনে পণ্য রপ্তানি, প্রাথমিক আয় এবং রেমিটেন্সের শতাংশ হিসাবে মোট বৈদেশিক ঋণ পরিষেবা ১০% এর কম হবে বলে অনুমান করা হয়েছে।
'নো রিটার্ন টু চিপ মানি' শিরোনামের এ প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক সুদহারের সাম্প্রতিক ঊর্ধ্বগতি বিশ্বের বিভিন্ন দেশের ওপ্র চাপ বাড়িয়েছে।
আর্থিক পর্যবেক্ষণ সংস্থাটি শ্রীলঙ্কাকে ২০২২ সালে খেলাপি হওয়া ছয়টি দেশের মধ্যে তালিকাভুক্ত করেছে।