আর্থিক প্রতিষ্ঠানে এক পরিবার থেকে ১৫%-এর বেশি শেয়ার ধারণ করা যাবে না: খসড়া আইন অনুমোদন
আর্থিক প্রতিষ্ঠানে একক ব্যক্তি বা পরিবার থেকে ১৫ শতাংশের বেশি শেয়ার ধারণ করা যাবে যাবে না—এমন বিধান রেখে 'ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩'-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এছাড়াও আর্থিক প্রতিষ্ঠানের বোর্ডে একই পরিবার থেকে দুজনের বেশি পরিচালকও থাকা যাবে না বলে উল্লেখ করা হয়েছে খসড়া আইনে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৩ অক্টোবর) মন্ত্রিসভা বৈঠকে এই খসড়া আইনের অনুমোদন দেওয়া হয়।
বিদ্যমান আইনে একজন ব্যক্তি আর্থিক প্রতিষ্ঠানের কত শতাংশ শেয়ার ধারণ করতে পারবেন কিংবা এক পরিবার থেকে কতজন পরিচালক থাকতে পারবেন, তা বেঁধে দেওয়া ছিল না।
সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, 'আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ দিয়ে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়ায় এসে নানারকম অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছি।
'ওই আইনের কিছু দুর্বলতার কারণে নন-ব্যাংক আর্থিক খাতে বেশ কিছু চ্যালেঞ্জ তৈরি হয়েছে। যে কারণে আইনটিকে হালনাগাদ করে নতুন আইন হচ্ছে।'